নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

আমাদের ইসলামের রাজনীতি ও আহত বিবেক

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬


ইসলামের দৃষ্টিতে আইন বহির্ভূত হত্যাকান্ড মানবতাবিরোধী অপকর্ম ও মহাপাপ। মহান আল্লাহ্ বলেন, ‘কোনো নরহত্যা কিংবা পৃথিবী বা সমাজে বিপর্যয় সৃষ্টির কারণে বিচারের রায় ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমস্ত মানুষকে (মানবতাকে) হত্যা করেছে’ (মায়েদাঃ ৩২)। মহান আল্লাহ্ আরও বলেন, ‘যে লোক কোনো মু’মিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করবে, তার প্রতিফল হচ্ছে জাহান্নাম। সে চিরদিন সেখানেই থাকবে’ (নিসাঃ ৯৩)। পবিত্র কোরআনে আরও আছে, ‘আল্লাহ্ যাকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধীকারীকে অবশ্যই এর প্রতিকারের অধিকার দিয়েছি.....(বানী ইসরাইলঃ ৩৩)।

হত্যার ন্যায় জঘন্যতম অপকর্ম ইসলাম সমর্থন করে না। এতে সামাজিক শৃংখলা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। মহান আল্লাহ বলেন, ‘বিশৃংখলা সৃষ্টি করা হত্যার চেয়েও মারাত্মক’ (বাকারাঃ ১৯১)। মহান আল্লাহ্র আদেশ ও প্রিয়নবীর (সাঃ) আদর্শের বাস্তব প্রতিফলন হলো সামাজিকশান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা। কেননা, মানুষের জীবন-সম্পদ সবই তো একেকটি পবিত্র আমানত। প্রিয়নবী (সাঃ) বিদায় হজের ভাষণে বলেন, ‘হে মানবজাতি। তোমাদের কাছে এই মাস, এই শহর, এই দিন যেমন পবিত্র নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের সংগে সাক্ষাতের দিন কিয়ামত পর্যন্ত তোমাদের জীবন-সম্পদ, সম্মান, সম্ভ্রম তোমাদের পরস্পরের কাছে তেমনি পবিত্র’ (বুখারি)। কিন্ত আমরা বাস্তবে কি দেখছি, বিনা কারনে মেরে পিটিয়ে শিশু, বাসার কাজের গৃহকর্মী, চোর সন্দেহে অসহায় শিশু যুবক যুবতীদের নির্বিচারে হত্যা। অপরাজনীতি আর ভাওতাবাজী গণতন্ত্রের নামে আন্দোলনে পুড়িয়ে মানুষ হত্যা, দেশ ধ্বংসের বিবেকহীন ষড়যন্ত্র আর ইসলামের নামে দেশে ও বিদেশে রাজনীতিবিদদের জিঘাংসা আর অট্রহাসি। ভাবতে অবাক লাগে যে, আমরা বিশ্বের অন্যতম মুসলমান দেশ আর পবিত্র কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। আমরা মুসলমান হিসাবে নিজেদের দাবী করি এবং ইসলামের নামে পথভ্রষ্ট রাজনীতি করি যা ইসলাম কোনভাবে সমর্থন করে না। আসুন সবাই আমরা পবিত্র কোরআন এবং রসুল আল্লাহ্ (সাঃ) এর সঠিক আদর্শ অনুসরণ করি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.