![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমান্ত সমস্যা সমাধান ও জলসীমা চিহ্নিতকরণ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন আস্থার সৃষ্টি করেছে। যা দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা, এনার্জি সহযোগিতা ও কানেকটিভিটিতে অগ্রগতি সাধন করছে। এ প্রক্রিয়ায় নতুন সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক খুবই সহযোগিতাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। বিগত এক দশকে সম্পাদিত চুক্তিগুলো দুই দেশের মধ্যে নতুন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা দুই দেশকে উন্নয়নের একই ধারায় নিয়ে এসেছে। দুই দেশের স্বার্থের অমীমাংসিত বিষয়গুলো সমাধান হওয়া প্রয়োজন। ইতোমধ্যে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো তাদের সম্পর্ককে একটি অগ্রগতির ধারায় নিয়ে গেছে। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।অমীমাংসিত বিষয়গুলো সমাধান হলে উভয় দেশের নাগরিকেরা লাভবান হবে। দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী হবে এতে কোন সন্দেহ নেই।
©somewhere in net ltd.