নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সেনাদের পেশাগত দক্ষতা, অঙ্গীকার, নিরপেক্ষতা, সততা ও মানবিকতায় সৃষ্টি করেছে নতুন দৃষ্টান্ত

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নে ষড়যন্ত্র এবারই প্রথম নয়। এর আগেও বলা হয়েছে, যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিচারবহির্ভূত হত্যাকান্ডের সঙ্গে জড়িত, সে দেশের বাহিনীকে জাতিসংঘ তার শান্তিরক্ষা মিশনে রাখতে পারে না। অথচ কে না জানে, বাংলাদেশি সৈন্যরা তার আদর্শ, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, মানবিক আচরণ, ধৈর্য, সাহস, মনোবলসহ ব্যতিক্রমী গুণাবলি দিয়েই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জায়গা করে নিয়েছেন। জাতিসংঘ প্রথমেই এত বেশি সংখ্যক সেনাকে শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করেনি। একটি দলের পারফরম্যান্স দেখে আরেকটি দল নিয়েছে। জাতিসংঘ যখন উপলব্ধি করেছে, তার শান্তিরক্ষা মিশনের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে বাংলাদেশের সেনারা, তখন প্রয়োজনটাই তার কাছে বড় মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের উচ্ছ্বসিত প্রশংসা শুধু অতুল খারই নন, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও একাধিকবার করেছেন। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে শান্তি মিশনে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। লাল-সবুজের পতাকা উড়ছে আফ্রিকার গহিন বন থেকে শুরু করে মরুর উত্তপ্ত ভূমিতে। সংঘাতময় সমুদ্র এলাকায়ও উড়ছে বাংলাদেশের শান্তির পতাকা।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ২ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো পর্যন্ত বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় পদচিহ্ন রাখছেন। পেশাগত দক্ষতা, অঙ্গীকার, নিরপেক্ষতা, সততা ও মানবিকতায় তারা সৃষ্টি করেছেন নতুন দৃষ্টান্ত। বাংলাদেশ এখন বিশ্বে শুধু প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত নয়, শান্তি প্রতিষ্ঠার দেশ হিসেবেও পরিচিত। ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় যাত্রা শুরু করে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় ইতোমধ্যে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।সুতরাং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নে যারাই ষড়যন্ত্র করুক না কেন তারা যে বাংলাদেশের ভালো বন্ধু নয়, বাংলাদেশের উন্নয়ন চায় না তাতে কোন সন্দেহ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.