![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কদিন আগে পত্র পত্রিকায় আর টিভি চ্যানেল সমূহে দেখলাম জাতীয় পরিচয়পত্র দ্বারা প্রায় পঞ্চাশ হাজার মোবাইল সিম ইস্যু হয়েছে। আমাদের দেশের বর্তমান নিরাপত্তা বিবেচনায় এ ধরনের তথ্য অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বের কোথাও সঠিক পরিচয়, তথ্য উপাত্ত ও রেজিস্ট্রেশন ব্যতিত মোবাইল সিম পাওয়া অসম্ভভ ব্যাপার। কারণ বিশ্বের সকল দেশেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল সিমের রেজিস্ট্রেশন মূল ভূমিকা পালন করে থাকে। যেকোনো দুর্বৃত্ত হামলা কিংবা সমাজ বিরোধী সকল ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী/পুলিশের মূল গোয়েন্দা তথ্য হিসেবে মোবাইল সিমের রেজিস্ট্রেশনই একমাত্র ভূমিকা পালন করে থাকে। এবার তাহলে বলুন আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা কেহ ক্রিমিনাল কাজ করে থাকে তাহলে তার দ্বায়ভার আপনাকেই বহন করতে হবে। পুলিশ এসে প্রথমেই মোবাইল সিম রেজিস্ট্রেশনের নাম ও তথ্য অনুযায়ী আপনাকেই গ্রেফতার ও বিচারের আওতায় আনবে। তাই আসুন আমরা সবাই সামাজিক দায়বদ্ধতা ও নিজ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সঠিক জাতীয় পরিচয়পত্র দ্বারা মোবাইল সিম ক্রয় ও ব্যবহার নিশ্চিত করি।
©somewhere in net ltd.