![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট’র মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারণে নতুন করে ৮শ’ কোটি টাকা সহয়তা করবে বিশ্বব্যাংক। ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও কানাডার অর্থায়নে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নের মাধ্যমে এর জনপ্রিয়তা বৃদ্ধি ও সহজলভ্য করা। যার মধ্য দিয়ে দারিদ্র্য দূরীকরণ ও দেশ-বিদেশে মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। বর্তমান পর্যায়ে এসে প্রকল্পটির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্বব্যাংক নতুন করে ১শ’ মিলিয়ন মার্কিন ডলার (৮শ’ কোটি টাকা) প্রদানের উদ্যোগ গ্রহণ করে। বিশ্বব্যাংকের এমন সহায়তায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে সফল হবে বাংলাদেশ সরকার।
©somewhere in net ltd.