![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পণ্য আমদানিতে জাহাজ ভাড়ায় প্রতিবছর ব্যয় হচ্ছে প্রায় ৫০০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এ ব্যয়ের বড় অংশ যাচ্ছে বিদেশি জাহাজ কোম্পানিগুলোর পকেটে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাহাজ ভাড়াসহ ৬৫৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। জাহাজ ভাড়া বাদ দিয়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৯১ কোটি ডলার। ২০১৪-১৫ অর্থবছরে জাহাজ ভাড়াসহ পণ্য আমদানির পরিমাণ ছিল চার হাজার ৫১৯ কোটি ডলার। জাহাজ ভাড়া বাদ দিয়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছিল চার হাজার ৬৮ কোটি ডলার। এভাবে প্রতি অর্থবছর প্রায় ৫০০ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয় পণ্যের ভাড়া পরিশোধে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশি শিপিং লাইনের সংকট কাটাতে পণ্য আমদানির অন্তত ৫০ শতাংশ দেশি জাহাজে পরিবহন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিবছর জাহাজ ভাড়ার উল্লেখযোগ্য একটি অংশ বিদেশিরা নিয়ে যাচ্ছে। দেশীয় জাহাজে পণ্য পরিবহন বাড়লে বৈদেশিক মুদ্রার আয় দেশের অভ্যন্তরেই থাকবে। দেশের অর্থনীতিতে যা ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দেশের অর্থনীতি।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭
আনু মোল্লাহ বলেছেন: সুউদ্যোগ।