নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারবো না?

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি ছোট খবর আজ আমার দৃষ্টি কেড়ে নিয়েছে। বিগত এক দশক ধরে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকের আসক্তিতে স্বাভাবিক জীবন হারানো রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর এলাকার এক ট্রাক চালক। সে নিজেকে শুধরে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার তাগিদে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। সমাজে আজ চারিদিকে হত্যা, গুম, ধর্ষন, নির্ষাতন, সন্ত্রাস, ছিনতাই, ঘুষ, দুর্নীতির বাড়াবাড়ি। বিশেষ করে রাজনৈতিক উচ্চাভিলাষের হটকারী পদক্ষেপে সৃষ্ট অস্থিতিশীলতার মদদ পুষ্ট ধর্মীয় গোঁড়ামি আর জঙ্গীবাদের নির্মমতায় প্রতিনিয়ত বলি হচ্ছে সাধারণ মানুষের জানমাল। এদের মাঝে কেন শুভবুদ্ধি জাগে না? মানবিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে কেন এরা মুক্ত চেতনার চর্চ্চা করে না? কেন তারা বুঝতে চায় না, সবার উপরে মানুষ সত্য। এক সাধারণ ট্রাকচালক যদি নিজের আত্মনিহিত শক্তিতে বলীয়ান হয়ে নিজ, পরিবার তথা সমাজের কল্যাণ কামনায় আত্মশুদ্ধির চেষ্টা করতে পারে, তবে এ সমাজের পথভ্রষ্ট রাজনৈতিক দর্শনের অনুসারীরা কি তাদের ক্ষমতালিপ্সার ভ্রান্ত পথ ছেড়ে ইতিবাচক গণতান্ত্রিক রাজনীতির মূলধারায় ফিরতে পারে না? এখন তো বদলে যাওয়ার সময়। সকলকে বুঝতে হবে, সমাজ তথা গণমানুষের অকল্যাণ কামনায় ইতিবাচক কিছু অর্জিত হয় না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

মোঃ আলি বলেছেন: ভালই লাগলো । চালিয়ে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.