নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সাফল্য এখন দুয়ারে

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

আমরা জাতি হিসাবে সাহসী। সকল বিষয়ে সাহসী পদক্ষেপ নেওয়া বাঙ্গালী জাতির একটি স্বভাবসুলভ দিক। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে জানি। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রে দেশি-বিদেশি চক্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হল যে বাঙ্গালী জাতির এগিয়ে যাওয়ার দৃপ্ত গতিকে। দুর্নীতির মিথ্যা অজুহাতে বিশ্বব্যাংক অর্থ দেয়নি। কিন্তু আমরা বসে থাকিনি। নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে কোনো বৃহৎ প্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করতে সক্ষম। বিশ্ববাসী দেখুক আমরাও পারি। এই পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ ছিল। বীরের জাতি বাঙালি কারও কাছে মাথা নত করে না। বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না এটাই তার প্রমাণ । যারা জমি ও ঘরবাড়ি ছেড়েছেন, তাদের পুনর্বাসন করা হচ্ছে। ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে। তা ছাড়া এই সেতু নির্মিত হলে দুই পারের মানুষের উন্নয়নও হবে। দুই পারে স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। অবহেলিত দক্ষিণাঞ্চলের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। মাওয়া ও জাজিরায় আন্তর্জাতিক মানের হোটেল-রিসোর্ট এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যপক ভূমিকা রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.