![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা তুমি রাগ করোনা আমাদের রাজনীতিবিদদের কথায়। ২ দিন আগে এক দেশ বিখ্যাত রাজনীতিবিদ আমার দেশের স্বাধীনতার ঘোষক এবং দেশের জন্য যে ৩০ লক্ষ শহীদ, ইজ্জত হারানো লাখো মা বোনের সংখ্যাতত্ত্ব নিয়ে মুক্তিযুদ্ধাদের সম্মেলনে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, ঘোষণা আর আমার জাতির পিতাকে নিয়ে কি সব উদ্ভট কথা বললেন। মা তোমার স্বাধীনতার সংগ্রাম সেই ১৯৪৭ সাল থেকেই। ৭ই মার্চের ভাষণেই বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা হয়ে গিয়েছিল। একজন সেনা নায়ক তার কর্মপরিধির জন্য সরকার প্রধানের নির্দেশে ঘোষণা দেন এবং তার কর্তব্য পালন করেন। আমাদের রাজনীতিবিদরা মহান মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক করেন, যাতে তুমি আহত হও এবং কষ্ট পাও। আমাদের রাজনীতিবিদরা এটা কখনই বুঝতে চান না বা বুঝার চেষ্টা করেন না। স্বাধীনতা অর্জন একজন সেনা কর্মকর্তার নিজের পক্ষে সম্ভব নয়। সেনা কর্মকর্তা কেবল সেনানিবাসে বিচরণ করেন, দেশের রাজনীতি বা আন্দোলনে মানুষের মাঝে উম্মাদনায় তাদের দেশ স্বাধীনতার অনুপ্রেরণায় সম্পৃক্ততা নেই, তা আমাদের রাজনীতিবিদদের বুঝতে হবে। মা তারা একদিকে স্বাধীনতার কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, আর অন্য দিকে তোমার বিরোধীদের সাথে জোট গঠন করে ৭১ এর গণহত্যার ন্যায় হত্যাযজ্ঞ চালান। তুমি স্বাধীন হয়েও তোমার স্বাধীন দেশের মানুষ হত্যার শিকার, জ্বালাও পোড়ানো আর হরতালের রাজনীতির শিকার। বিদেশে অবস্হানরত ব্যক্তিবর্গের মাধ্যমেও বর্বর ষড়যন্ত্রের শিকার। মা তুমি কষ্ট পেওনা, রাগ করো না, ওরা সংখ্যায় কম। তোমার ভালোবাসায় আমরা সবাই যোদ্ধা, দেশের জন্য আমরা তোমার সাথে আছি। মা আমরা তোমায় ভালোবাসি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ভালো লাগলো। আপণাড় লেখাটি পড়ে মনে হল আমাদের সাহস ও শক্তি এখনও যথেষ্ট আছে।