নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

মেগা প্রকল্প

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

রেলের মেগা প্রকল্প টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইনে আজ (বৃহ্স্পতিবার) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী ও মালবাহী ট্রেনের গন্তব্যে পৌঁছার সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে সর্বোচ্চ ৭২ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারে। তবে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকায় ৫০ কিলোমিটার বেগে চলাচল করতে হয়। টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইনে সর্বোচ্চ গতি ১০০ কিলোমিটার বেগে চলতে পারবে, তবে এখন থেকে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করবে। নতুন এ ডাবল লাইনটি চালু হলে সময় কমে আসার পাশাপাশি ঢাকা থেকে ভৈরব পর্যন্ত ক্রসিং ছাড়াই ট্রেন চলাচল করবে। রেল খাতে সরকারের অভূতপুর্ব উন্নয়ন সাধনের ফলে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট ও কিশোরগঞ্জসহ কয়েকটি ট্রেনের যাত্রীরা অধিকতর কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.