![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সাল থেকেই দেশের রাজনীতিবিদরা দেশের সাধারণ জনগণকে আগুনে পুড়িয়ে হত্যা শুরু করে। ২০১৪ এর নির্বাচনকে ঘিরে নাশকতার জন্য দলের কর্মীদের হাতে পেট্রোলবোমা তুলে দেয়। একনাগাড়ে ৯২ দিন সন্ত্রাসীরা পেট্রোলবোমা মেরে অসংখ্যক নিরীহ মানুষকে হত্যা এবং দেশকে অস্থিতিশীল করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে। পুড়ে অঙ্গার হয়ে যায় অসংখ্যক বাস, যাত্রীবাহী ট্রেন, টেম্পো, পণ্যবাহী ট্রাক। আজও আমাদের কানে ভেসে আসে সেই অসহায় মানুষের আর্তনাদ। যাদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছিল। দেশে রাজনীতি করা হয় দেশের জন্য, কিন্তু কি করছেন আমাদের রাজনীতিবিদরা? দেখুন আমরা রাজনীতিবিদ নই। ইসলাম ধর্মে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করার কোন বিধান না থকলেও ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামী যে তান্ডবলীলা চালিয়ে মতিঝিল, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু এভিনিউ, জিপিও, পুরানো পল্টন, বিজয়নগর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল তাও করেন আমাদের রাজনীতিবিদরা। অনেক বড় রক্তচক্ষুকে উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর, দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান, খাদ্য উৎপাদনে উন্নীত, শিক্ষার হার বৃদ্ধি, বিদ্যু উৎপাদন বৃদ্ধি, সর্বোপরি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু, সবই বাংলাদেশের উন্নতির জন্য। আমরা জনগণ রাজনীতবিদদের কাছ থেকে দেশ ধ্বংস নয় - দেশ উন্নতির প্রয়াস চাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
হাম্বাখোর বলেছেন: তোরা দাঁড়ী টুপি ওয়ালাদের নাম দিয়েছিস জঙ্গি।
,
মহাগ্রন্থ আল-কুরআনকে নাম দিয়েছিস জ্বিহাদী বই।
,
ইসলাম পন্থীদের নাম দিয়েছিস মৌলবাদী।
,
সত্যের পক্ষের মানুষকে নাম দিয়েছিস রাজাকার।
,
আলেমদের রক্তের নাম দিয়েছিস কোল্ড ড্রিংস।
,
মাদ্রাসা গুলোর নাম দিয়েছিস জঙ্গি তৈরির কারখানা।
,
এত অবজ্ঞা উপহাসের পরেও আমরা তোদেরকে বিশেষ কোন নাম দেইনি দিবও নাহ।
,
কারন আমাদের প্রভু নিজেই তোদের নাম দিয়েছেন।
,
আল্লাহ্ বলেন, [উলাইকা কালআন'আম বালহুম আদল] অর্থাৎ তারা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার চেয়েও নিকৃষ্ট!!!