নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সিংহভাগ উন্নয়নই দেশীয় অর্থায়নে

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪


বর্তমানে দেশের সিংহভাগ উন্নয়নই হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে। বিশেষ ব্যক্তি বা মহল উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করতে মরিয়া। তাই মাঝে মাঝে বিদেশী সহায়তা বাধাগ্রস্থ হয়। সব বাঁধা উপেক্ষ্যা করে বাংলাদেশ তর তর করে এগিয়ে যাচ্ছে। বাঙ্গালী জাতি বীরের জাতী কেউ এই জাতিকে দমিয়ে রাখতে পারবেনা। কেউ ব্যক্তি স্বার্থকে বড় করে দেখলে তার দেশপ্রেম থাকে না, জনগণের প্রতি তাদের দায়িত্ববোধও থাকে না। কেউ যদি সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে অন্ধ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে জনগণ। বাঙ্গালী জাতির সততাই শক্তি ও সাহস। বর্তমানে দেশের অর্থনীতি অনেক শক্তিশালী । ২০১৬ সালে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশ। বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৬ শতাংশ। বিগত ৭ অর্থবছরের অর্থনৈতিক ও সামাজিক খাতে সামষ্টিক অর্থনীতির প্রধান বিষয় মোট দেশজ আয় প্রবৃদ্ধি, রফতানি আয়, কর্মসংস্থান, রেমিটেন্স বৃদ্ধি ও মূল্যস্ফীতি হ্রাস এবং সামাজিক খাতের দারিদ্র্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু নিরাপত্তায় অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা অর্জনে সাফল্য অভূতপূর্ব। সঙ্কটের জাল ছিন্ন করে বাংলাদেশ এখন বিশ্বের নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় স্থান করে নিয়েছে। এভাবেই এগিয়ে যাব আম্রা,আমাদেরকে কেউ থামাতে পারবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


উন্নয়নের টাকা তো দেশের ফলাফল কার ঘরে যাচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.