| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত হজ কল সেন্টার। দিবারাত্রি এই তথ্য প্রযুক্তি চালুর ফলে দেশের লক্ষাধিক হাজী ছাড়াও দেশে-বিদেশের যে কেউ হজ বিষয়ক যে কোন তথ্যের সর্বশেষ তথ্যাদি পাবেন। ০৯৬০২৬৬৬৭০৭ নাম্বারে ফোন করলেই মিলবে সর্বশেষ সব তথ্যাদি। এ কল সেন্টারের মাধ্যমে এখন সব ধরনের তথ্যাদি জেনে যাবে দেশ-বিদেশে যে কোন স্থান থেকে। এতে একদিকে যেমন হাজীদের সার্বিক সুবিধাদি বাড়বে, তেমনি হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই মোয়াল্লেম ফি জমা দিতে বাধ্য করা হবে। তুচ্ছ অজুহাতে বার বার সময় বাড়ানোর দাবিতে আন্দোলন করার সুযোগ পাবে না। মূলত হজযাত্রীদের নিয়ে যাতে এজেন্সি কিংবা দালাল বাটপাড়রা কোন ধরনের অজুহাত সৃষ্টি করে অর্থ হাতিয়ে নিতে না পারে সেজন্যই এ পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

©somewhere in net ltd.