![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালের প্রক্রিয়ায় প্রথম আলো-ডেইলি স্টার আজ দেশের সবচেয়ে পাঠকপ্রিয় এবং প্রভাবশালী পত্রিকা। ইংরেজিতে প্রকাশিত হওয়াতে দেশি-বিদেশি নীতি নির্ধারণী অনেক মহলে ডেইলি স্টারের প্রভাব তুলনামূলক বেশি। বাংলাদেশের মিডিয়ার অনেক বিশৃংখলার মধ্যে সাংবাদিকতার নীতিমালা সে সব পত্রিকায় মেনে চলা হয় এর পুরোভাগেও আছে প্রথম আলো-ডেইলি স্টার। অথচ প্রভাবশালী এই পত্রিকা থেকে বর্তমান দেশ নেত্রীর উপর এসেছিল দুর্নীতির গুজব কথা। প্রভাবশালী ইংরেজি পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের স্বীকারকৃত ‘বড় ভুল’টির কারণে, ব্যক্তিগত সুনামহানি ছাড়া শারীরিক, মানসিকভাবে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন বাংলাদেশের জাতির জনকের কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, তৎকালীন বিরোধীদলের নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এর জন্য শুধু ভুল স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি। কিন্তু মাহফুজ আনামের মতো একজন সম্পাদক কিসের আশায় অথবা ভ্রান্তিতে তার দাবিকৃত ‘সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল’টি করেছেন তা আশাকরি তিনি বলবেন অথবা তাকে বলতে হবে।আর তা না হলে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসির কাষ্ঠে ঝুলাতে বাধ্য করবে জনগণ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
তখন অনেকেই অনেক কিছু করেছে, অনেকেই পরিস্থিতির শিকার ছিল।
সরকারি চামচাগুলো এখন অযথাই ওভার রিয়েকশান দেখাচ্ছে, অকারন মামলা করে ব্যাটাকে হিরো বানাচ্ছে