নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার বাংলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২


বাংলা আমাদের মায়ের ভাষা। অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা আমাদের এই মায়ের ভাষাকে সমৃদ্ধ করতে পেরেছি। আদিকাল থেকেই বাংলা বিদ্বেষী শাসক চক্র বাংলাকে ধ্বংসের পায়তারা করেছিল। বাংলা ভাষার ওপর প্রথম আঘাত আসে একাদশ শতাব্দীতে সেন রাজাদের রাজত্বকালে। তখন বাংলা ভাষা এক ভয়ানক সঙ্কট ও অন্ধকারে হারিয়ে যাওয়ার উপক্রম হয়। বৌদ্ধশাসন উৎখাত করে সেন রাজবংশ প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা ভাষা চর্চা নিষিদ্ধ করা হয়। দেড় হাজার বছর আগে প্রকৃত ভাষা থেকে বাংলাভাষা জন্ম নেয়ার পর বাংলার কবি এবং গায়েনরা বাংলা ভাষায় কবিতা, গান গেয়ে, অন্যদিকে সাধারণ মানুষ কথাবার্তার মাধ্যমে বাংলা ভাষাকে প্রসারের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। শিশু ভাষাটি যখন আস্তে আস্তে বেড়ে উঠছিল তখনই সেন রাজবংশ বাংলা ভাষার সর্বপ্রকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ষোলো ও সতেরো শতকে বাংলাভাষা রাষ্ট্রীয় কাজে ও বেসরকারীভাবে ব্যবহৃত হতো। সেই থেকে বাংলাভাষা প্রথম রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। প্রাচীনকাল থেকেই বাংলা ভাষার ওপর আঘাত নেমে এলেও কোন কালেও বাংলা ভাষাকে শিকলে আটকে রাখতে পারেনি। ১৯৫২ সালেও পাকিস্তান শাসক গোষ্ঠীও বাংলা ভাষার হাতে-পায়ে শিকল পরাতে পারেনি। বাংলা মায়ের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করেছে পাকিস্থানী শাসক গোষ্ঠীকে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: আমি বাংলায় বেঁচে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.