![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সংসার পরিচালনা করতে যেমন একটি নির্দিষ্ট বাজেট ও পরিকল্পনা থাকে তেমনি একটি রাষ্ট্র পরিচালনা করতেও চাই সুনির্দিষ্ট লক্ষ ও পরিকল্পনা। ‘একটি দেশকে ১০ বছর, ২০ বছর বা ৫০ বছর পর কোথায় দেখতে চাই’ সে লক্ষে একটি পরিকল্পনা করে এগুতে হয়। বর্তমান সরকার ২০০৮ সাল থেকেই একটি লক্ষ নিয়ে এগুচ্ছে। ২০০৮ সালের নির্বাচনেই তারা ডিজিটাল বাংলাদেশের শ্লোগান যুক্ত করেছিল। সেই শ্লোগান এখন বাস্তবে রূপায়িত হয়েছে। মানুষ এখন ‘ডিজিটাল বাংলাদেশের’ সুবিধা ভোগ করছে। তথ্য-প্রযুক্তি এখন বাংলাদেশের মানুষের নাগালের মধ্যে। অতি অল্প খরচে মানুষ মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে তাদের চাহিদা মিটাতে পারছে যা আমাদের জন্য সত্যিই গর্বের।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: এখনো অনেক দেরি।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
অপ্রথ্যাশিত হিমু বলেছেন: ভাই উপরের দিকে থুথু পেল্লে নিজর গায়েই পরে।আপনি বুঝাতে চাচ্ছেন তথ্য প্রযুক্তি দিন দিন উন্নতি হচ্ছে।ভাই একটা কথা কি জানেন সরকার ১০ টাকায় ১GB বেন্ডইউত বিক্রি করছে কোম্পানির কাছে।আপনি কত টাকায় প্রতি জিবি ইন্টারনেট চালান.....?সরকার আমাদেরকে বলি দিচ্ছে।কোথায় আমরা স্বাধীন যার মামা আছে তার জন্য দেশ ডিজিটাল,আমাদের মত সাধারন মানুষের কাছে দেশ কখনই ডিজিটাল হতে পারেনা।আমরা কম টাকায় মোবাইল ইন্টারনেট চালাতে চাইনা।আমাদের কাছে দেশ তখনই ডিজিটাল মনে হবে যখন একবেলা শান্তিমতে খেতে পাড়ি,রাস্তাই বের হলে জেন মায়ের খুলে পিরে যেতে পাড়ি।