নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

পরিচ্ছন্ন মহানগরী গড়তে উদ্যোগ

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮



ঢাকা মহানগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী দু’মাসের মধ্যে ঢাকা শহরে প্রায় ১০ হাজার ডাস্টবিন বসানো হচ্ছে। অপরদিকে ঢাকা শহর পরিষ্কার করতে আমাদের প্রত্যেককে একটু চিন্তা করতে হবে। মার্চ ও এপ্রিলের মধ্যে দক্ষিণ সিটিতে ৫ হাজার ৭০০টি এবং উত্তর সিটিতে ৪ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। প্রত্যেকটি ওয়ার্ডে একশটি করে ডাস্টবিন দেয়া হবে। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ঘরের চেয়ে বেশি পরিষ্কার রাখতে হবে শহরটাকে। কারণ আমরা বেশিরভাগ সময় বাইরে থাকি। দুই কোটি লোকের বাসস্থান এ শহরকে কয়েক হাজার কর্মীর পক্ষে পরিচ্ছন্ন রাখা সম্ভব না। এজন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবুজ, বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করার আহ্বান জানাতে হবে। ঢাকা শহর পরিষ্কার করতে প্রত্যেককে এক মিনিট চিন্তা করতে হবে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিক্ষার্থী দিনের মধ্যে এক মিনিটের জন্য চিন্তা করুক যে, আমার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এক মিনিটের চিন্তা, এক বছরের চিন্তা, এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে বাসযোগ্য নগরী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

বিজন রয় বলেছেন: বহু দেরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.