![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৩১ এপ্রিল র্যারব সদর দফতর থেকে পুলিশ সদর দফতরে পাঠানো কুমিল্লা সেনানিবাসে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মাটি এবং ঘাসের ফরেনসিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতর সূত্র জানায়, র্যা বের ইনভেস্টিগেশন এবং ফরেনসিক উইংয়ের পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংগৃহীত ওই মাটির দুটি নমুনায় পেট্রোলিয়াম এবং চেতনানাশক দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। একটি নমুনায় পেট্রোলিয়ামের উপাদান Heptacosane, Octadecone, Docosane, Pentacosane এর অস্তিত্ব পাওয়া গেছে যা দাহ্য পদার্থ। অন্য একটি নমুনায় নিদ্রাকারক একইসঙ্গে চেতনানাশক হিসেবে ব্যবহূত হয় Cyclobarbital এবং কীটনাশকের অবশিষ্ট Propyleneglycol monoleate এর উপস্থিতি পাওয়া গেছে। এতে পরিষ্কার বোঝা যায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও ঘটনার স্থান হতে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন আলামত ‘ডিএনএ’ স্যাম্পল এবং ‘ফিঙ্গার প্রিন্ট’। খুনী যেই হোক পালাতে পারবে না। তদন্তকারী সংস্থা যেভাবে এগোচ্ছে এভাবে এগোলে সত্য ঘটনা বের হবে এবং তখন বোঝা যাবে আসল অপরাধী কে বা কারা।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
সোজোন বাদিয়া বলেছেন: আসলেই কি আপনি এতটাই আশাবাদী?
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা...দেখা যাক....
৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮
অলওয়েজ ড্রিম বলেছেন: অপেক্ষায় রইলাম।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০
কালনী নদী বলেছেন: এই দেশের আর কারো উপর আমার বিশ্বাস নাই!
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
কাজ এগুচ্ছে, মনে হচ্ছে