নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডরোথী সুমী

ডরোথী সুমী › বিস্তারিত পোস্টঃ

হায়রে ঈশ্বর,...হায়রে তাঁর সৃষ্টি

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

দিনটা শুরু হয়েছিলো খুব সুন্দরভাবে। ভেবেছিলাম একাগ্রচিত্তে কাজ করব। পত্রিকার পাতা না খুললে হয়তো সেটা সম্ভব হোতো। আজকাল খারাপ খবর ছাড়া কিছু চোখে পড়েনা। অনেকটা অভ্যস্থও হয়ে গেছি এসবে। কিন্তু যখন একটা ঘটনা সহ্য হোয়ে আসতে না আসতেই এরকমই আরেকটি ঘটনা ঘটে তখন মনে হয় ঈশ্বর আমাদেরকে ভুল করে সৃষ্টির সেরা জীব করে পাঠিয়েছেন।না, কোন পশু বানিয়ে পাঠানোটাও ভুল হত। কারন মনুষ্য জাতির মত নীচ কখনই নয় ওরা। অন্ততপক্ষে ওদের একটা নীতি আছে। বলতে পারেন আমরা কোন নীতি মেনে চলি? আমরাই নাকি অপরিচিত মানুষকেও যথাযথ ভাবে আপ্যায়ন করি, অন্যের দুঃখে ব্যথিত হই, অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো দেখা-শোনার চেষ্টা করি। তাহলে একটা মানুষকে কীভাবে আমরা পিটিয়ে মেরে ফেলি! কোথায় যেন পড়েছিলাম রাতের বেলা পথে একলা হাঁটার সময় ‘ঈশ্বর আমার সাথে আছেন’, এই ভরসার চেয়ে একজন মানুষ পাশে থাকলে ভরসা/সাহস বেশি হয়। ভুল, এসবই ভুল কথা। হয়তো এভাবেই এতো কথার সমাধান পেতে পারি যে, আসলে পৃথিবী ধ্বংসের দিন ঘনিয়ে আসছে তাই এতো পাপাচার... তাহলেত সবই সৃষ্টিকর্তার লীলাখেলা। আমাদের কোন দোষ নেই। তাইনা???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

শিক কাবাব বলেছেন: সমাধান এখানে

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

ডরোথী সুমী বলেছেন: ??? কিভাবে?

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

পরিবেশ বন্ধু বলেছেন: ঈশ্বরের অস্তিত্ত আসলে সাথেই থাকে গভীর সত্য
জীবনের সব বেলায় শুভকামনা

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

ডরোথী সুমী বলেছেন: আপনার জন্যও শুভকামনা। আপনার বক্তব্য প্রেরনা দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.