নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডরোথী সুমী

ডরোথী সুমী › বিস্তারিত পোস্টঃ

ছুটি..... ছুটি.......... ছুটি.......

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

আজ বিকেলে শ্বশুর বাড়ি যাচ্ছি। উইথ দুই ছেলে এবং অবশ্যই স্বামী। প্রায় আড়াই বছর পর পারিবারিক ভ্রমণ। ভীষণ আনন্দ লাগছে। তবে একটু নার্ভাস লাগছে যানজট আর বাচ্চাদের কারনে। এমনিতে আমার বড় ছেলেকে নিয়ে কোন টেনশন নেই কারন ও খুব লক্ষ্মী। এর আগে 'সুর'কে নিয়ে অনেক জার্নিও করেছি। কিন্তু ছোটটা বিচ্ছু নাম্বার ওয়ান। এক জায়গাতে সে বেশিক্ষণ থাকতেই পারেনা। ওর কারনে না আবার বাসের লোকজন বিরক্ত হয়ে আমাদের নামিয়ে দেয়। কারন, আমি নিশ্চিত 'সপ্তক' সবার কোলে যেতে চাইবে। মানুষ আর কতক্ষণ সহ্য করবে! আর বকবক নয়, সবাইকে পূজা আর ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভাল থাকবেন আর অনেক অনেক আনন্দ করবেন পরিবার নিয়ে। লেখায় লেখায় কথা হবে আগামি রবিবার। ততক্ষণ টা টা। সকলের যাত্রা শুভ হোক।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

টিঙ্কু জিয়া বলেছেন: আপনার যাত্রা শুভ হোক। আপনাকে এবং আপনার পরিবার কে ঈদ এর অগ্রিম শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০

ডরোথী সুমী বলেছেন: জিয়া ভাই, ছুটিতে গেলাম আর পরশুদিন রাত ১টায় ফিরেও এলাম। ট্রেন জার্নি খারাপ ছিল তবে সবাই সুস্থ আছি। গতকাল অফিস করেছি তবে ব্যস্ততার কারনে সামুতে ঢুকতে পারিনি। অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য।

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

আগন্তুক কাক বলেছেন: যাত্রা শুভ হোক

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

ডরোথী সুমী বলেছেন: হ্যাঁ ভাই, যাত্রা শুভই ছিল। পথে পাঁচ ঘণ্টার মত জ্যাম ছিল তবে ১০ ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছে গেছি। আশা করি আপনিও ভাল ছিলেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

মাহবু১৫৪ বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে

যাত্রা শুভ হোক।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

ডরোথী সুমী বলেছেন: আপনাকে ও আপনার পরিবারকে সবসময়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

লেখোয়াড় বলেছেন:
সুর আর সপ্তক। খুব সুন্দর নাম।
আপনি মনে হচ্ছে গানের মানুষ।
তাই সন্তানদের অমন নাম রেখেছেন।

আপনাদের এই ছুটি আনন্দময় হয়ে উঠুক।
আপনারা সবাই ভাল থাকুন।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৪

ডরোথী সুমী বলেছেন: হ্যাঁ ভাই আপনি ঠিকিই ধরেছেন তবে আমি নাচের মানুষ আর আমার স্বামী গানের। যদিও প্রফেশন হিসেবে এগুলোকে আমরা কেউই নিতে পারিনি। সুর নামটা স্বামীর দেয়া আর সপ্তক নামটা আমার। প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। ছুটি আনন্দময় ছিল। আপনারাও সবাই ভাল থাকুন।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

মাথা ঠান্ডা বলেছেন: আপনাকে ও আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা । ঈদের দিনের মতো অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক বছরের প্রতিটি দিন ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

ডরোথী সুমী বলেছেন: আপনার জীবনের প্রতিটি দিন সুন্দর কাটুক। অনেক শুভ কামনা।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

তন্ময় ফেরদৌস বলেছেন: সুর আর সপ্তকের জন্য অনেক অনেক আদর

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮

ডরোথী সুমী বলেছেন: আপনার আদর পোঁছে দিব। অনেক ভাল থাকুন।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

জুন বলেছেন: আপনার জন্যও রইলো ঈদ শুভেচ্ছা আর ভ্রমন হোক নিরাপদ :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

ডরোথী সুমী বলেছেন: আপনাদের সবার দোয়া আমাদের সাথে ছিল তাই ভ্রমন নিরাপদ ছিল। অনেক ধন্যবাদ। জুন, শুধু জুন মাস নয় ১২টি মাসের প্রতিটি দিন ভাল থাকুন।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

বোকামন বলেছেন:
শুভকামনা রইলো :-)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

ডরোথী সুমী বলেছেন: অনেক, অনেক, ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনাদের ছুটি ভালো কাটুক। যাত্রা শুভ হোক

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

ডরোথী সুমী বলেছেন: যাত্রা শুভ ছিল। স্বামী সন্তানদের নিয়ে ছুটি ভাল কেটেছে। আপনিতো নিশ্চয় অনেক দূরেই আছেন। ছুটি ছিল? ভাল কেটেছে? ভাল থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে লেখা উপহার দিতে থাকুন।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: আপু তোমার নামটা তো সেই উইজার্ড অব ওজের ডরোথীকে মনে পড়িয়ে দেয়!অনেক অনেক শুভকামনা তোমার জন্যে!:)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য। একান্ত পাঠ্যপুস্তক ছাড়া পড়াশোনা খুব কম আমার তাই 'ডরোথী' কে ধরতে পারলাম না। উলটো ঈর্ষান্বিত হলাম আপনার পড়াশোনা বেশি দেখে। আমি আর ভাল হবোনা। ভাল থাকুন।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

হিমু্_017 বলেছেন: 8-| শুভকামনা আপু

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

ডরোথী সুমী বলেছেন: হিমু ভাই, আপনার জন্যও অনেক শুভ কামনা।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

সানফ্লাওয়ার বলেছেন: অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। যাত্রা শুভ হোক।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

ডরোথী সুমী বলেছেন: সূর্যমুখী, যাত্রা ভাল হয়েছে। অনেক ভাল থাকুন আর আমাদেরকে লেখা উপহার দিয়ে যান।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঈদ মোবারক, আশা করি ঈদ ভাল কেটেছে... :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

ডরোথী সুমী বলেছেন: আপনিই তো আমার ইয়ারমেট তাই না? আমার ঈদ ভাল কেটেছে। আপনারও নিশ্চয়ই পরিবারকে নিয়ে ভাল কেটেছে!

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারপর কেমন কাটালেন আপনার ঈদ? ভ্রমন নিশ্চয় ভাল হয়েছে। ।ঈদের শুভেচ্ছা রইল। আপনাকে পেয়ে খুশি আমি। আবার ও লিখা পাব পড়েতে পারব। আমি নিয়মিত ই পরি আপনার লিখা।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

ডরোথী সুমী বলেছেন: খুশি বলেন আর গর্বিতই বলেন সেটা আমি। কারন এই অল্প সময়ে,অতি অল্প ও সাধারন পোস্টে আপনাদের পাশে পেয়েছি। ঈদের ভ্রমণে বেশ ঝামেলা, মজা দুটোই হয়েছে। সময় করে একটা পোস্ট দিব এ বিষয়ে। আপনি ভাল ছিলেনতো? শুভ কামনা রইলো।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, আমিই আপনার ইয়ার মেট... ঈদ ভাল কেটেছে জেনে ভাল লাগল... :)

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩০

ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ, ঈদ মোটামুটি ভালই কেটেছে। আজ সে বিষয়ে একটি পোস্ট দেব। সময় থাকলে আমার ব্লগে বেড়াতে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.