নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।

দশমিক শূন্য

খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।

দশমিক শূন্য › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় উস্কানী ও রাষ্ট্রের নামে মিথ্যাচারে অপরাধে ওদেরতো বিচার হওয়া উচিৎ!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

হুইস্কি, ওয়াইন বা শ্যাম্পেইন টেনে নেশায় বুদ হয়ে স্বাভাবিক বুদ্ধিমত্বা লোপ পাওয়া কিছু লোকজনকে দিয়ে গত শুক্রবার দাদাবাবুরা আরেকটা প্রেসক্রিপশন পড়িয়ে নিলেন খুবই দক্ষতার সাথে!!! মনে হচ্ছে ভারতের মতো বাংলাদেশেও গরুকে কেন্দ্র করে উওেজনা তৈরীর পূর্বপরিকল্পনার নকশা বাস্তবায়নের কাজটা ওরা করছে আমাদের কিছু দেশীয় এজেন্ট দিয়ে।

ত‍াই যদি না হয় তাহলে এই দেশে গরুর মাংশ নিষিদ্ধের কথা বলার দুঃসাহস ওদের হয় কি করে যেখানে দেশের ৯০% মানুষ মুসলিম? আর বাংলাদেশে এ নিয়ে কোনদিন কোন মুসলিম-হিন্দুর মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা নাই। তাহলে কেন এই অযৌক্তিক দাবি? শুধু কি তাই? এই কুলাঙ্গারেরা বিদেশে বসে দেশকে নিয়ে যে বিভ্রান্তিমুলক মিথ্যাচার করছে তা রীতিমত রাষ্টদ্রোহের শামিল।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা দাবি করেছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নজিরবিহীন নিপীড়ন চলছে এবং তাদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তির মধ্যে চার ভাগের তিন ভাগ দখল করে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা সম্পূর্নরুপে মিথ্যাচার। তাই সরকারের উচিৎ বিদেশে বসে যারা দেশে বিশৃংখলা তৈরীর ষড়যন্ত্র করছে অবিলম্বে তাদের দেশে এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

কবিরকস বলেছেন: উনারা যে দেশে বসবাস কোরছেন অর্থাৎ আমেরিকার সবখানেই তো গরু জবাই হয় । তো উনারা সে দেশে গরু জবাই নিষিদ্ধ চাচ্ছেন না কেন?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ভিন্ন ভিন্ন ধর্মের হয়েও কি সুন্দর ঐক্য । বৌদ্ধরা এম্নিতেই নিরামিষ ভোজী, তাদের কোন সমস্যা নেই। এই পরিষদের গরু না খাওয়ার দাবিতে চিপাই পড়ছে খ্রিষ্টানরা, এরা কি গরু খাওয়া বাদ দিবে?? দিতেও পারে সর্বোপরি ঐক্যের স্বার্থে এতটুকু ত্যাগ করা যেতেই পারে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দশমিক শূন্য বলেছেন: ঠিকই বলেছেন ভাই।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

আহলান বলেছেন: বৌদ্ধ আর খৃষ্টানদের গরুর ব্যপারে কি সমস্যা বুঝলাম না। ওরা জানে যে এই বক্তব্য আসলে বাস্তবায়ন হবে না, সুতরাং তালে তালে হিন্দুদের সাথে গলা মিলিয়ে দিলো .... ধান্দাবাজদের চেহারা এভাবেই প্রকাশ পায় ..

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

কানিজ রিনা বলেছেন: এই গরু জাতীয় পরিষদের গরুরই মগজ খাওতে হবে।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

মুদ্‌দাকির বলেছেন: এদের জুতানো উচিত। এরা দেশে অশান্তি চায়।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

নতুন বলেছেন: ধান্দাবাজে কি না বলে :)

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রীতিমত ধৃষ্টতা, তাও সহ্য করতে হচ্ছে। আরো কত কিছু দেখতে হবে।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

সোজোন বাদিয়া বলেছেন: সাম্প্রদায়িক গুজব এবং বিদ্বেষ কীভাবে রটানো হয়, এটি কি তারই দৃষ্টান্ত?

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

তট রেখা বলেছেন: গো মাংস খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরতে আরাম।

ঐ তথাকথিত ঐক্য পরিষদ নেতারা কি নগ্ন পদে ছিলেন? না জুতা কেনার সময় চামড়ার ঠিকুজী বের করেন?

আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা কুফুরি। আর এ কুফুরির দাবী জানিয়ে তারা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন।
এটা ভারত নয় বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.