![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।
"সরি! নো বাংলাদেশি পাসপোর্ট ইজ অ্যালাউড ইন আওয়ার হোটেল। গভর্নমেন্ট পারমিশন নেহি হ্যায়।" আইসিসির আমন্ত্রনে বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশের ১০ সাংবাদিককে এমন করেই ফিরিয়ে দিয়েছে মুম্বাই শহরের হোটেল ‘সি গ্রিন’ ও ‘সি গ্রিন সাউথ’র ম্যানেজাররা। শুধু এই দুই হোটেলই নয় এক এক প্রায় কুড়িটা হোটেলে ঘুরে ঠিক একই কথা শুনতে হয় তাদের! ছিঃ ছিঃ ছিঃ কি লজ্জা - কি লজ্জা! সর্ব অঙ্গে ব্যাথা মলম দিবো কোথা?
বঙ্গদেশের পাসপোর্ট দেখার পর পরই সবগুলো হোটেলের একই কথা - ‘সরি আপকো রুম নেহি মিল সাকতা। কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন হ্যায়।’ বাংলাদেশ থেকে এসেছে শুনলেই চোখ উঁচু করে, ভ্রু কুচকে, মুখ বাঁকা করে একবারে সোজা না করে দিচ্ছে! তাহলে কি আমরা বাংলাদেশে জন্মে পাপ করেছি?
এই ভারতের জন্যে বাংলাদেশের একদল চেতনাবাজরা কি-না করছেন? ট্রানজিট, সুন্দরবন, কমিশন, বিজিবি, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবকিছুই উজার করে দিয়েছি আমরা কিন্তু তারপর ও সেই ভারতেই বাংলাদেশী সাংবাদিকদের থাকার জায়গা হয়না! এরপরও যদি চেতনাবাজের দল ভারত ভারত করে তবে তাদেরকে দেশদ্রোহী মামলায় ফাঁসিতে ঝুলালে কি কোন অপরাধ হবে
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: দাদাদের ইলিশ মাছ বেশি করে খাওয়ান, হয়তো তাতে হোটেলে থাকার পারমিশন দিতে পারে।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬
কামরুল হাসান বলেছেন: দেহ দিলাম, মন দিলাম, সবশেষে দেশটাও দিলাম তবুও বন্ধুর মন পাইলাম না।নেহি মেলে গা?
৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: তারা মনে হয় যাওয়ার সময় দাদাদের জন্য ইলিশ মাছ নিতে ভুলে গেছে, তাই এ ব্যবহার।
সমস্যা না, আমরা বরং দাদাদের নাম ঝপতে থাকি।।
৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
তারেক ভূঁঞা বলেছেন: পাসপোর্ট কা বি জরুরুত নেহি হ্যায় চেতনাবাজ হাসু বুবু জায়গা তো মোদির বেড রুম ফ্রী
৬| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬
ফেরদাউসুর রহমান বলেছেন: ধন্যবাদ। তবে তথ্য সুত্র জানতে চাই।
৭| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০
বিজন রয় বলেছেন: খুব খারাপ।
৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫
আবু জাকারিয়া বলেছেন: আমরা কেন যে এই মানুষিকতা নিয়ে বড় হলাম না যে, কোন দেশ আমাদের প্রকৃত বন্ধুও নয়, আবার শত্রুও নয়। আমরাই শুধু আমাদের বন্ধু। অন্যের ঢোল নিজে বাজিয়ে লাভ কি?
৯| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
তট রেখা বলেছেন: বাংলাদেশের প্রকৃতই যদি কোনো শত্রু থাকে, তাহলো ভারত।
১০| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬
এন.এ.আনসারী বলেছেন: তারপরেও কিন্তু কিছু চেতনাবাজরা জ্বি হুজুর করেই যাবে
১১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪
কামের কথা কন!! বলেছেন: নির্লজ্জ, বেহায়া, দালালের শীরমনি এই সব সাংঘাতিককে (থুক্কু সাংবাদিক ঃ-)) তাদের যথাযথ মর্যাদা বুঝিয়ে দেবার জন্যে ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:২০
জিয়ানা বলেছেন: হায় ভারত! ছিহ্!
১৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:২৩
গেম চেঞ্জার বলেছেন: অজানা না, ভারতের বেশিরভাগ মানুষই আনকালচারড! তবে এই ভারতীয়দের এই ব্যবহারের খবরটি কাউকে কাউকে আনন্দই দিচ্ছে মনে হয়।
১৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
বাংলার জামিনদার বলেছেন: প্যাচাল পাইরা লাভ কি, দেশের লোকজন যেরকম হইয়া যাইতাছে, তাতে হোটেল না, কিছুদিন পরে আর কোনোদেশের ভিসাই পাওয়া যাইবোনা।
১৫| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২
সামুরাই_কাতানা বলেছেন: ৫/৬ মাস আগে আমার অফিসের একজন কলিগের সাথে এইরকম ব্যবহার করেছিল মুম্বাই হোটেল গুলো। তার আবার ভারত প্রিতি ছিল। আসার পর ভারতের উপর রেগে গেছে। বেচারা গিয়েছিল নেপাল। পাসাপোর্টে ভারতের ভিসা থাকায় চিন্তা করল নেপাল থেকে ফেরার পথে মুম্বাই ঘুরে আসবে। কে জানত বেচারার জন্য কি মুসিবত দাড়িয়ে আছে!!!!!! মুম্বাই নেমেছে সন্ধার সময় এর পর এক আটো রিকসা ওয়ালাকে নিয়ে গেলো হোটেলে। যে দেখল বাংলাদেশের পাসপোর্ট সাথে সাথে রিফিউজ। একটা দুইটা করে করে বেচারা ১০/১২ টা হোটেল গেলো। সবাই মানা করে দিলো।এমনকি উনার অবস্থা দেখে অটোরিকসা চালক পর্যন্ত হোটেল ওয়ালাদের অনুরোধ করছে ভাই উনাকে থাকতে দিন। এইদিকে রাত হয়ে গেছে , কোথায় থাকবে সেই চিন্তায় বেচারা আরও কাহিল। পরে অটোরিকসা চালক উনার বাসায় উনাকে নিয়ে গেছে। এক রাত থাকার পর উনি চলে আসছে। এসেই বলে " শালার ভারত আর যামু না"। আমি জানতে চাইলাম কেন এমন করল? উনি বলল ইন্ডিয়া মোদী সরকার প্রতিটা হোটেলে নোটিশ দিয়েছে যে" বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের পাসপোর্ট হোল্ডারদের যেন হোটেলে না উঠায়"। তবে যে সব হোটেলের ভাড়া ৮ থেকে ১০ হাজার রূপির উপরে সেগুলোতে থাকতে পারবে। যে সব হোটেলের ভাড়া ৮ হাজার এর নিচে সেগুলোতে থাকতে যেন না দেয়।
১৬| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ভারতের জন্যে বাংলাদেশের একদল চেতনাবাজরা কি-না করছেন? ট্রানজিট, সুন্দরবন, কমিশন, বিজিবি, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবকিছুই উজার করে দিয়েছি আমরা কিন্তু তারপর ও সেই ভারতেই বাংলাদেশী সাংবাদিকদের থাকার জায়গা হয়না! এরপরও যদি চেতনাবাজের দল ভারত ভারত করে তবে তাদেরকে আত্মমর্যাদাহীনতার দায়ে দোষি করা কি অন্যায় কবে????
১৭| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
রাজু বলেছেন: what a shame!!!
১৮| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮
Safin বলেছেন: এর বদলা কী নেয়া উচিত নাহ্???
১৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
শেখ নাসির উদ্দীনসসস বলেছেন: সাংবাদিক আর রাস্তায় দাড়িয়ে "সকল রোগের এক ঔষধ" বিক্রেতাদের কথা অত সহজে বিশ্বাস না করাই উচিৎ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১
সমুদ্রতীর বলেছেন: বড়লোক মালিক চাকর বাকরদের সাথে এইরূপ ব্যবহার করতেই অভ্যস্ত।