![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশীরভাগ সময়ই মন খারাপ থাকে। মন ভালো করতে প্রচুর মুভি, গান, সফটওয়্যার ডাউনলোড করি। আরাম পাই :)
অন্তর্জাল দুনিয়ায় আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রিলিজ পেতে যাচ্ছে আমার বানানো প্রথম ওয়েবসাইট। এবার এক নজরে সাইটটির প্রধান ১০ বৈশিষ্ট্য দেখে ফেলা যাকঃ
১. সবধরণের টিভি সিরিজের বি-শা-ল কালেকশন;
২. এক ক্লিকেই এক সিজন ডাউনলোড। নো খুচরা অনলি পাইকারি!
৩. পরিস্কার অডিও+ ঝকঝকে এইচডি কোয়ালিটির ভিডিও [HDTVrip]
৪. প্রতিটা সিজনের সাইজ তিন-চার গিগাবাইটের মধ্যে থাকবে;
৫. ফ্রি ডাউনলোডেও আইডিএম দিয়ে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে;
৬. ডাউনলোডের লিংকগুলায় রিজিউম সুবিধা থাকবে যাতে দুই-তিনদিন ধরে সুবিধামত ডাউনলোড করা যাবে;
৭. সাইটের ডানে-বামে, চিপায়-চাপায় বিরক্তিকর বিজ্ঞাপণ নেই। আর এডফ্লাই-এর মত লিঙ্ক রিডিরেক্টর কিংবা পপ-আপ থাকবেনা;
৮. প্রতিটা শো’র কাহিনী-সংক্ষেপ আর আইএমডিবি রেটিং দেয়া থাকবে;
৯. সাইটে রিকোয়েস্ট সেকশন থাকবে। কোন নির্দিষ্ট টিভিশো চাহিবামাত্র আপলোডে বাধ্য থাকিব;
১০. ফেসবুকের গ্রুপের মাধ্যমে আপলোডকৃত নতুন টিভি সিরিজের খোঁজ পাওয়া যাবে। সাইটে প্রতিদিন ঢুঁ মারার প্রয়োজন পড়বেনা।
আর কিছু কি চাই? ঝেড়ে কাশুন ..টাইম শর্ট
_____________
এখন পর্যন্ত আপলোড করা হয়েছেঃ
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
ডাউনলোড পাগলা বলেছেন: কাজ চলতেছে। বেটা ভার্সন ছেড়ে দিচ্ছি কিছুক্ষনের মধ্যে। আইডিয়া থাকলে জানান
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
গেন্না বয় বলেছেন: ওক্কে
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
ডাউনলোড পাগলা বলেছেন: এর বাইরে আর কিছুর দরকার নেই?
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
দেখিতো কি কাম করলেন? আর কিছু লাগলে রিকুয়েষ্ট সেকশন তো আছেই!!!
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
ডাউনলোড পাগলা বলেছেন: ২৪টা টিভিশো আপলোড কমপ্লিট! লিস্ট লাগিয়ে দিলাম লিস্টে আপনার চাওয়া টিভি সিরিজ না থাকলে রিকুয়েস্ট করে ফেলতে পারেন এখানেই
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
তামিম ইবনে আমান বলেছেন: ভালো উদ্যোগ।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
ডাউনলোড পাগলা বলেছেন: প্রেরণা যোগাবার জন্য অসংখ্য ধন্যবাদ। শখের বশে করে ফেললাম। প্রজেক্ট ফ্লপ হবার সম্ভাবণাই বেশী :!>
৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
রাফি মাহমুদ বলেছেন: লিস্টে মিঃ বিন, টম এন্ড জেরি এগুলা নাই ক্যান
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
ডাউনলোড পাগলা বলেছেন: থাকা উচিত ছিল। একদম ঠিক হয়নাই। এখনই আপলোড দিচ্ছি
৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
উড়োজাহাজ বলেছেন: চালু হইছে নাকি চালু করবেন?
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
ডাউনলোড পাগলা বলেছেন: শেষমুহূর্তের টেকনিক্যাল কিছু কাজ করছি। আজকে দুপুর ২টার দিকে চালু হয়ে যাবে! ওয়েবসাইটের এড্রেস এখানেই পাবেন
৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
ঊন্মাদ বলেছেন: ভাইছাপ, মাইন্ড ইয়র ল্যাঙ্গুয়েজ- সিজন-৪ দিতারেননি? আফনেরে অনেক দুয়া করুমনে।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
ডাউনলোড পাগলা বলেছেন: ভাইরে, ঐ সিজন ফোর গরু খোঁজা খুঁজেও পাইনাই, কোত্থাও নাই সেইরাম ক্লাসিক একটা সিরিজ! এইটা নিয়ে রিভিউ লেখার ইচ্ছা আছে
৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
স্বপ্নবাজ পথিক বলেছেন: ভাই থ্যাঙ্কু টা আগে ভাগেই কইয়া দিতাছি।
লগে একটা আব্দারভি করবার চাই। পারলে একটু CSI: Crime Scene Investigation টা upload দিয়েন।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ডাউনলোড পাগলা বলেছেন: CSI - এর ১৪ নাম্বার সিজন চলতেছে না? এপিক! আপলোডের জন্য পেন্ডিং লিস্টে রাখলাম। অনেক বড় সাইজ। সময় লাগবে
৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই ওয়েবসাইটের লিংক কই?
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
ডাউনলোড পাগলা বলেছেন: এখানে- Click This Link
১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১
জনাব মাহাবুব বলেছেন: ওয়েট করতেছি, জলদি করেন।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
ডাউনলোড পাগলা বলেছেন: আর ১০ মিনিট। নতুন পোস্ট আসছে
১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
অকপট পোলা বলেছেন: 2 Broken Girls- পারলে দিয়েন। ভালো মজার।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
ডাউনলোড পাগলা বলেছেন: আচ্ছা!
১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
রঙিনমানুষ বলেছেন: দারুণ আইডিয়া। আপনার প্রজেক্ট সফল হোক।সম্ভব হলে একটা বাংলা সেকশন ও রাখবেন।ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
ডাউনলোড পাগলা বলেছেন: ধন্যবাদ। উৎসাহিত হলাম
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
ল্যাটিচুড বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা .......
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
ডাউনলোড পাগলা বলেছেন: ধন্যবাদ। সাইটের দাওয়াত থাকলো
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
"24" কোথায়??!!
সাইট পছন্দ হইছে। উইশিং ই্ওর বেষ্ট লাক!!!!
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
ডাউনলোড পাগলা বলেছেন: 24, Dexter, Chuck -এইগুলা আপলোড কিউতে আছে। এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ! আর থ্যাংকু ফর ইউর উইশেস
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
অকপট পোলা বলেছেন: কথা কম, কাজ বেশী।