নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে বই পরতে আর ব্লগ নিয়ে ঘাটাঘাটি করতে

শরফুদ্দিন মাহমুদ

সহজ ভাবে কথা বলতে চাই, চারিদিকের দুর্নীতি ভাবিয়ে তুলছে আমায়।

শরফুদ্দিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বুক পকেট ( পর্ব - ১ )

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সকালে ফয়সাল ঘুম থেকে উঠার সাথে সাথেই পেটের ভিতর গত কালকের অসমাপ্ত খিদেটা টের পেলো । পেটের ভিতর কেমন জানি গুর গুর শব্দ । ঘড়িতে সকাল ১১ টা । আরেকটু ঘুমিয়ে নিবে কিনা ভাবছে সে । পকেটে ১২০ টাকা আজকের দিনের জন্য যথেষ্ট না । ভাগ্য ভালো হলে নবনীর বাবা আজকে তার দুই মাসের বেতন একসাথে দিবে । নবনী কালকে ফোন দিয়ে বলেছে একটু তাড়াতাড়ি আসতে । একটু তাড়াতাড়ি আসতে বলা মানে বেতন দিবে । বেতন পাওয়ার কথা ভেবেই ফয়সাল এর অর্ধেক খিদে চলে গেছে । পেপারওয়ালা পাশের রুমে পেপার দিয়ে যাচ্ছে । ১ মাসের পেপার এর দাম দিতে না পারায় হকার কাসেম তার রুমে পেপার দেওয়া বন্ধ করেছে গত সপ্তাহ থেকে । কাসেম কে ডেকে কত বিল হয়েছে জেনে নিতে হবে । পেপার দেয়া বন্ধ করেছে এবং এইটা একধরনের অভদ্রতা এইটাও বুঝিয়ে দিতে হবে । মেসে মিল এর বিল উঠেছে ১২০০ টাকা । এত মিল এর বিল কিভাবে উঠলো এইটা নিয়ে কালকে রীতিমতো ঝগড়া হয়ে গেছে আবির ভাই এর সাথে । ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে । আজকের বেতন দিয়ে এক প্যাকেট বেনসন কিনে নিয়ে আসলে আবির ভাই এর রাগ চলে যাবে । আজকের দিনটাও অনেক ভালো । সূর্যের আলো আছে , বাইরে রোদ্দুর কিন্তু সেই রোদ্দুরে গা পোড়ানি ভাব নেই । আছে শান্তির পরশ । ইলেকট্রিসিটি এখনো যায় নি । শুভ লক্ষন সব ।



১২০ টাকা দিয়ে ভাল রকম নাস্তা করা যাবে । রাত্রে বেতনের টাকা দিয়ে তেল বেশি দেওয়া সোলেমানের বিরিয়ানি খাওয়া যেতে পারে । আবির ভাইকে কল দিয়ে বলে দিতে হবে আজকের রাত্রের খানা সোলেমানের বিরিয়ানি ।



বিকালে ৪টায় নবনীর বাসার সামনে বসে আছে ফয়সাল । ২তালা বাড়িটা দেখলেই কেমন হিংসা লাগে ফয়সালের । কেমন পুতুল পুতুল টাইপের বাড়ি । এই বাড়ির পিছনে ছোটো একটা পুকুর আছে নাকি । ফয়সালের কখনো যাওয়া হয়নি । নবনী বলেছে একদিন নিয়ে যাবে ফয়সালকে । পুকুরের ঘাটে বসে পা দুলিয়ে দুলিয়ে কবিতা শুনাবে নবনী । নবনী অনেক ভাল কবিতা আবৃতি করে ।



সামনের সদর দরজায় রকিং চেয়ারে বসে আছেন মাহতাব সাহেব । অনেক টাকা পয়সার মালিকদের চেহারা তেমন সুবিধার হয় না । মাহতাব সাহেবের চেহারা নায়ক রাজ রাজ্জাকের মতো । “ কেমন আছেন ফয়সাল “ মাহতাব সাহেব আপনি করে বলে ফয়সাল কে । ফয়সাল বিব্রত হয় । অনেকবার মানা করার পরেও মাহতাব সাহেব আপনি বলা থামাতে পারেননি । ফয়সাল হাল ছেড়ে দিয়েছে অবশেষে , “ আপনিতেই “ থাকুক মাহতাব সাহেব । “ জী ভালো “ ।

----- আপনাকে একটা জরুরী বিষয়ের জন্য ডেকেছি । নবনীর বিয়ে নিয়ে কথা হচ্ছে । আপনাদের এলাকার আফসার সাহেবের মেজো ছেলের সাথে । আপনি একটু ছেলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিবেন আর কি । আজকে তারা দেখতে আসবে । আপনি যদি খোঁজ খবর নিয়ে বলেন তাহলে সাহস পাই আর কি কথা বলতে । একটাই মাত্র মেয়ে ।

------অনেক কষ্ট করেই যেন বলে ফয়সাল “ ঠিক আছে আঙ্কেল । আমি খোঁজ জানাবো “



আফসার সাহেবের মেজো ছেলেকে সে চিনে । ভালো ছেলে । ভালো চাকরি করে । বাবার ৩ টা ৫ তলা বাড়ি আছে । স্বভাব ভালো । রাস্তায় সব মুরুব্বীদের দেখলেই সালাম দেই । ছোটদের চকোলেট কিনে দেয় দোকান থেকে । সিগারেট খাওয়ার বাজে অভ্যাস নেয় । মাথা নিচু করে হাঁটে । শুধু কবিতা লিখতে পারে না । পুকুর ঘাটে বসে নবনীকে কখনো বলবে না কবিতা আবৃত্তি করতে । ছোটো ছোটো অক্ষরে লিখা চিঠিগুলু বুক পকেটে জমাবে না । অযথায় হাত ছুঁয়ে দিয়ে কেমেসট্রি বই খোলা রেখে নবনীর হাত ধরে বসে থাকবে না ।



নবনী আজকে পড়বে না । আজকে ফয়সাল এর বুক পকেটে ৮০০০ টাকা দুই মাসের বেতন একসাথে । ২০০০ টাকা বাড়তি । সাথে বুক পকেটে একজন কিশোরীর চিঠি । ছোটো চিঠি এখনই ফয়সাল পড়বে না । অনেক সময় নিয়ে আস্তে আস্তে পড়বে । বিকেলের মরা রোদটাও এখন কেমন করে জানি গা পুড়িয়ে দিচ্ছে ফয়সালের । সিগারেটের প্যাকেট নিয়ে কোন এক টং এর দোকানে চা খেতে খেতে চিঠি পড়া যায়। নাহ বড্ড স্যাঁতস্যাঁতে গরম ।



** ফয়সালরা সিগারেটের টান দিয়ে বুক পকেটে প্রেমিকার চিরকুট নিয়ে কবিতা লিখে ।

নবনীরা জানালা দিয়ে তাকিয়ে থাকে রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে । মনের মেঘ দিয়ে আকাশকে মেঘলা করার ব্যর্থ চেষ্টা করে । মনের মধ্য পুষে রাখে কবিতা না বলার আক্ষেপ ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বেকার সব ০০৭ বলেছেন: বিকেলের মরা রোদটাও এখন কেমন করে জানি গা পুড়িয়ে দিচ্ছে ফয়সালের( ছেকা খাবে নাতো)।
সুন্দর লেখা ভালো লাগলো পড়ে, পরের র্পব কোনদিন।
সিগারেট খেতে পারে পেপার এর দাম দিতে পারেনা,সিগারেট না খেলেই পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.