![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার অ্যান্ড্রয়েডচালিত নোটবুক আনতে যাচ্ছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। তাদের ওয়েবসাইট থেকে পাওয়া একটি ভিডিও সেরকমই নির্দেশ করছে। সেস্নটবুক ১৪ নামের ওই নোটবুকের রয়েছে ১৪ ইঞ্চির পর্দা। থাকতে পারে টেগরা ৪ বা টেগরা কে১ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ওয়াইফাই এবং বস্নুটুথ সুবিধা। ভিডিওটিতে দেখা ওই নোটবুকে দেখা গেছে, হোম বাটন, রিসেন্ট অ্যাপ বাটন, যা সাধারণত অ্যান্ড্রয়েডেই থাকে। এছাড়া এতে থাকতে পারে সিমকার্ড ব্যবহারের সুবিধা, থাকছে এইচডিএমআই সুবিধা এবং ইউএসবি ৩ কানেক্টিভিটি। তবে কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : সম্পাদনা অনলাইন নিউজ।
বি: দ্র: সংবাদ কর্মী ও জেলা প্রতিনীধি আবশ্যক। যোগাযোগ: সম্পাদন অনলাইন নিউজ। ফোন: 01913 973419, ইমেইল:[email protected]
©somewhere in net ltd.