নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনও ফিরে এলো না সে

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি

মাঝ রাতে স্বপ্ন দেখি

আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি।

মাঝ রাতে স্বপ্ন দেখি › বিস্তারিত পোস্টঃ

দেশের ৯৯% লোক চায় কোটা প্রথা বাতিল হোক

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

গত দুদিন ধরে ফেসবুকে কোটা প্রথার পক্ষে ও বিপক্ষে অনেকের অনেক বক্তব্য পাঠ করলাম যাদের অনেকেই চান কোটা প্রথা থাকুক আবার অনেকেই কোটা প্রথার বিরোধী। যারা কোটা প্রথা উচ্ছেদ করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে অনেকেই জামাত শিবিরের দোসর বলছেন বলার পেছনে যদিও যুক্তি সঙ্গত কারণ রয়েছে। তবে প্রকৃতপক্ষে এই কোটাবিরোধী আন্দোলনে জামাত শিবির যেমন রয়েছে তেমনই রয়েছে অনেকে সাধারণ ছাত্র।



যদি তাদের সবাই জামাত শিবিরেরই হবে তাহলে কি দেশের জামাত শিবিরের বাহিরে কোন মেধাবী নেই, নাকি জামাত শিবিরের বাহিরেও যেসব মেধাবী রয়েছেন তারা জামাত শিবিরের এনে দেওয়া ফল খেতে চাচ্ছেন। এ আন্দোলনে যদি কোটা প্রথা শিথিল হয় তবে লাভ হবে দেশের সকল মেধাবীদেরই।



আমি ব্যক্তিগত ভাবে কোটা প্রথা সম্পূর্ণ উচ্ছেদের পক্ষে নই। তবে এটিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। বর্তমানে বিসিএস পরীক্ষার্থীদের মধ্য থেকে ৫৬% কে চাকরী হবে কোটার ভিত্তিতে বাকি ৪৪% এর চাকরি হবে মেধার ভিত্তিতে। সকল কোটা ৫৬% থেকে কমিয়ে ২৫% এর ভেতর রাখতে হবে এবং মেধা ভিত্তিতে ৭৫% শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে।



আওয়ামীলীগ সরকার সাধারণ ছাত্রদের উপর পুলিশী আক্রমণ চালিয়ে শেষ পর্যায়ে এসে আরো অনেক ভোট হারালো যা তারা কৌশলগত ভাবে হস্তক্ষেপ করলে ভোটের পাল্লা কিছুটা বাড়াতে পারত।



ফেসবুক থেকে আমার এক প্রিয় মানুষের কাছ থেকে নেওয়া

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: (আমার এই কমেন্ট অন্য পোস্টের , প্রাসঙ্গিক বিধায় পুনঃ পেস্ট করলাম । )

অনেকের ভাষ্য ,
পার্শ্ববর্তী দেশ ভারতেও
কোটা সিস্টেম আছে,আমাদের
এখানে থাকলে দোষ কি?

ভারতের এই কোটা সিস্টেম আমি সমর্থন করি , বাংলাদেশের কোটা সিস্টেম নয় । কিন্তু কেন ?
আসুন একটু দেখি ------

** ভারতে কোনও পরিবার মাত্র একবারই কোটা ব্যবহার করতে পারবে অর্থাৎ কোনওপরিবারে একাধিক ভাই বোন থাকলে তাদের একজন কোটায় কোনও সরকারী চাকরি পেলে ওই
পরিবারের বাকি সদস্য কোনদিনই আর কোটা পাবে না।

** কোনও পরিবারে ডাক্তার, প্রকৌশলী,সরকারি চাকরি জীবী থাকলে ওই পরিবার কোটা পাবে না।

**যিনি কোঁটার জন্য আবেদন
করতে চান তাকে শুধু ওই কোঁটার জন্যই বিবেচনা করা হবে ,
কোটায় চাকরি না পেলে ওই ব্যক্তি ওই নিয়োগ পরীক্ষায় আর
সাধারন কোঁটার জন্য বিবেচিত হবেন না।

** একবার কেউ কোটায় চাকরি পেলে আর কোনও সরকারি পরীক্ষায় তিনি ওই কোটায় আবেদন করতে পারবেননা অর্থাৎ এরপর তাকে সবসময় শুধুমাত্র সাধারন মেধা কোটায় আবেদন করতে হবে।

** প্রতি দুই বছর পর পর স্থায়ী কমিশনের মাধ্যমে বাস্তব অবস্থার
প্রেক্ষিতে(পিছিয়ে পড়া জনগোষ্ঠী কতটা এগিয়েছে
বা নতুন কোনও জনগোষ্ঠী কোটা সুবিধার আওতায়
আসবে কিনা বা বর্তমান কোনও জনগোষ্ঠীকে বাদ দিতে হবে কিনা) কোটা পুনরবিন্যাস করা হয়।

আর আমাদের দেশে ????????????
আমাদের দেশে কোটা সুবিধা নিয়ে '' গাছের টা তলার টা '' সহ সব চেটে পুটে খেলেও তবু কোটার আওতা ফুরায় না । সেলুকাস !!!

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। সর্বত্র ছড়িয়ে দিন আপনার কথা পোষ্ট। জানুক সবাই

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০

মাহমুদুর রাহমান বলেছেন: সব মিলিয়ে ১০% এর বেশি কিছুতেই না।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: আপনার মন্তব্য যুক্তিসঙ্গত

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১

আহমদ শরীফ বলেছেন: আমার মতে মুক্তিযোদ্ধা কোটা বাড়িনো উচিত ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: চোখে টিনের চশমা লাগিয়ে কথা বললে এরকম মন্তব্যই পাওয়া যায়।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩

দুরন্ত-পথিক বলেছেন: সহমত ভাইয়া।

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

মশিকুর বলেছেন:
সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.