![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্বের (বাংলাদেশ-ভারত) কি অপরূপ নিদর্শন একটু দেখুন -
,
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২০১ কোটি ডলার। এর ৭০ শতাংশ ব্যাংক ঋণ নেয়া হবে,(৭০ ভাগ ঋণের সুদ টানা এবং ঋণ পরিশোধ করার দায়িত্ব বাংলাদেশের)। ১৫ শতাংশ অর্থ দেবে পিডিবি এবং বাকি ১৫ শতাংশ দেবে ভারতের এনটিপিসি। ওই প্রকল্পের জন্য পুরো জমি, অবকাঠামোগত বিভিন্ন কিছু, সব সরবরাহ করবে বাংলাদেশ। অথচ শেষ বিচারে বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানা চলে যাবে ভারতের হাতে! মাত্র ১৫ শতাংশ বিনিয়োগ করে তারা হয়ে যাবে হর্তাকর্তা! তাছাড়া এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনতে হবে পিডিবিকে! আর যে নিট লাভ হবে, তার অর্ধেক নিয়ে নেবে ভারত অর্থাৎ লাভ ফিফটি ফিফটি! চুক্তি অনুযায়ী কয়লা আমদানির দায়িত্ব বাংলাদেশের এবং ক্ষয়ক্ষতির দায় বহন করতে হবে কিন্তু বাংলাদেশের!!
২| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
রাশেদ রাহাত বলেছেন:
৩| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
নীল আকাশ বলেছেন: অবাক হচ্ছেন কেনো দাদা ? ভারত তো সবসময় তালগাছ টা আমার নীতি মেনে চলে। এই পর্যন্ত কি দিয়েছে আমাদের কে?
৪| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮
গেম চেঞ্জার বলেছেন: আপনার এই তথ্যের সত্যতা কী??
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪১
কামের কথা কন!! বলেছেন: গুগুল করেন কন্ট্রাক্ট এর কিছু অংশ পেয়েও যেতে পারেন। এটাই তো আওয়ামী চেতনা ভাই। খোলা মাঠে বিচার চলছে ফিলিপাইন এ আর আমরা এত বড় একটা ক্যালেংকারি ধামাচাপা দিতে ব্যাস্ত এই হল আমাদের গনত্নত্র। এই নামে গনতন্ত্র এর কি দরকার আছে!!! কি বলেন?
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: লজ্জা, লজ্জা।