![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার কি মনে হয় শান্তিপূর্ন ভাবে ইসরাইল ফিলিস্তান এর সমস্যা সমাধান করা সম্ভব ? কখনও সম্ভব না কারন ইসরাইল আর আমেরিকা কখনও এটা হতে দেবে না । আর জাতিসংঘ তো একটা পুতুল প্রতিষ্ঠান । তাহলে কি সসস্ত্র আন্দেলনের মধ্যেমে সমস্যা সমাধান করা সম্ভব । আমি বলবো না । যেটা হবে একসময় ফিলিস্তান নামক রাস্ট্রই থাকবে না । ওটা ইসরাইল বা আমেরিকা গ্রাস করে ফেলবে সন্ত্রাস আর ইসরাইলের সার্বভৌমত্বের দোহাই দিয়ে
.
আর মুসলিম সমাজ আজ ইহুদিদের ফাদে পা দিয়েছে তাই এক মুসলিম দেশের সাথে অন্য মুসলিম দেশের আজ এতো বৈরুতা । দুঃখের বিষয় হচ্ছে যে সারা বিশ্বের ইহুদিরা দিন দিন এক হচ্ছে আর সারা বিশ্বের মুসলিমদের মধ্যে দিন দিন অবিশ্বাস বাড়ছে । মাঝে মাঝে মনে হয় মুসলিম বিশ্বেরই বড় শত্র সৌদি আরব
.
বাংলাদেশীরা আবেগী জাতি । কয়েকদিন ধরে দেখতেছি অনলাইনে পারলে তারা ফিলিস্তান দেশটাই স্বাধীন করে দেয় । এভাবে যদি স্বাধীন করা যেত তবে ফিলিস্থান অনেক আগেই স্বাধীন হতো । তারা অলরেডী কি কি পন্য বর্জন করবে তার লিস্ট করে বর্জনের ডাক দেয় । কয়দিন থাকবে এ বর্জনের আহ্বান । একদিন দুই দিন সর্বচ্ছ এক মাস । তারপর আমরা সব ভূলে যাবে কোনটা কোন দেশের পন্য । কারন আমরা গোল্ড ফিস জাতি ।
.
মানব বন্ধন করেন অনেকে এটার একটা সুফল আছে যে হয়তো বাংলাদেশসহ অন্যন্য দেশে এসব প্রতিবাদ রুই কাতলাদের মেসেজ দিবে এসব বন্ধের ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য । কিন্তু তাদের কি এসব বন্ধ করার ব্যাপারে নুন্যতম কোন ইচ্ছা আছে । আমার মনে হয় তা নাই । যদি থাকতো তবে অনেক আগেই এ সমস্যা সমাধান হতো । জাতিসংঘ , আমেরিকা মুখে শুধু এসবের নিন্দা করে আর বাস্তবে ইসরাইলের যুদ্ধ বিমানের জন্য তেল গিফট করে ।
.
আমার মনে হয় আমরা এগুলো করে কোন লাভ হবে না । আমরা এগুলো বন্ধ করতে বাধ্যও করতে পারবো না । ফেজবুকে লিখেও ফিলিস্তানের জন্য কোন বিপ্লব ঘটাতে পারবো না । যেটা পারবো তা হলো তাদের জন্য মন থেকে একটু দোয়া করা । আসেন আমরা আগে তাদের জন্য সৃষ্টিতর্কা ও সবোশক্তিমানের কাছে ফিলিস্তানের জনগনের জন্য একটু প্রার্থনা করি । তিনি যেন সবসময় তাদের পাশে থাকেন
।
ফেজবুকে আমি :তাওহীদ রহমান
©somewhere in net ltd.