নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ রহমান

অশিক্ষিতের সাক্ষর

বিশিষ্ট দুশ্চিন্তাবিদ ও বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ )

অশিক্ষিতের সাক্ষর › বিস্তারিত পোস্টঃ

দেশের শিক্ষাব্যবস্থার যে কি পরিমান বিপর্যয় হয়েছে তার একটা চিত্র ফুটে ওঠে ঢাবির ভর্তি পরীক্ষার

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

দেশের শিক্ষাব্যবস্থার যে কি পরিমান বিপর্যয় হয়েছে তার একটা চিত্র ফুটে ওঠে ঢাবির ভর্তি পরীক্ষার ।বলা হয় স্বরনকালের সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছিল এবার । অথচ পাসের হার মাত্র 20 % অথচ গত দুই বছরে যে পরিমান গোল্ডেন জিপিএ 5 বা জিপিএ 5 পেয়েছে তাতে মেধাবীদের এমন করুন পরিনতি অবশ্যয়ী অকামনীয় । আসলে এটা ছাত্রদেরকে জোর করে মেধাবী বানানোর ফল ।

.

একটা পত্রিকার প্রতিবেদনে দেখলাম, ””মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দুটিতেই জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের অর্ধেকই ভর্তি পরীক্ষায় টেকাতো দূরের কথা, উত্তীর্ণই হতে পারছেন না। গত তিন বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।””””

.

এভাবে জিপিএ 5 এর সংখ্যা বৃদ্ধি করে কতৃপক্ষ সুনাম বৃদ্ধির একটা মিথ্যা চেষ্টা করে কিন্তু দেশের তাতে কোন লাভ হয় না । তাও ভাগ্য ভালো যে ঢাবিতে জিপিএ অনুসরে ভর্তি হয় না , যদি হতো তবে ................. ।

.

এ দেশে সব সরকারই পরীক্ষার রেজাল্টকে শিক্ষার মান উন্নয়নের মানদন্ড হিসাবে দেখেছে । জোর করে ও শিক্ষামন্ত্রীর ঘোষিত শাস্তির ভয়েও অস্বীকার করতে পারছি না এদেশে পরীক্ষার্থীরা পরিক্ষার আগের রাত্রে একটা “ সহজলভ্য কাগজ “ এর জন্য কত দ্যেড়ঝাপ ।

.

ফেজবুকে আমি :তাওহীদ রহমান

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

হরিণা-১৯৭১ বলেছেন: ভয়ংকর এক পংগু টরুণ গোস্ঠী তৈরি করছে নাহিদ; নাহিদের বিচার হবে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

হরিণা-১৯৭১ বলেছেন: বালছালেরা পড়ছে না, অকারণে বালছাল জিপিএ দেয়া হচ্ছে বালছালদের। পরে বিদেশ থেকে মানুষ এনে অফিস চালাতে হবে; নাহিদকে ঠেংগানো দরকার।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

হরিণা-১৯৭১ বলেছেন:


আপনার লেখা দেখে মনে হচ্ছে, আপনিও নাহিদের ভেঁড়ার পালের একজন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০

অশিক্ষিতের সাক্ষর বলেছেন: আমি এখানে কোন দলের হয়ে কথা বলি নাই ..... নাহিদও আমার কউ না আর ওসমান ফারুকও কউ না । তবে গত ৬-৭ বছর আওয়ামিলীগ ক্ষমতায় তাই দায়টা তাদেরই বেশী নিতে হবে ।তবে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন সময়ই তেমন ছিল না

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৩

জুপিটার মুহাইমিন বলেছেন: জিপিএ জন্য যে এক্সট্রা মার্ক আছে সেটা কি বন্ধ করা হয়েছে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২

অশিক্ষিতের সাক্ষর বলেছেন: না ভাই , সেটা বন্ধ করা হয় নি
এসএসসি এর জন্য ৩০ মার্ক আর এইচ এসসি এর জন্য ৫০ মার্ক
মোট ৮০ মার্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.