নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ রহমান

অশিক্ষিতের সাক্ষর

বিশিষ্ট দুশ্চিন্তাবিদ ও বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ )

অশিক্ষিতের সাক্ষর › বিস্তারিত পোস্টঃ

• সবাইকে বিশ্বাস করা বিপদজনক তবে সবাইকে অবিশ্বাস করা আরো বিপদজনক ......... আব্রাহাম লিংকন

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮

আমার প্রিয় কিছু উক্তি

•• নিজেকে কারো কাছে ব্যাখ্যা করতে যেওনা কারন, যে তোমাকে পছন্দ করে তার এটার দরকার নেই আর যে তোমাকে অপছন্দ করে সে এটা বিশ্বাস করবেন

•• অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে । ..............গোল্ড স্মিথ

•• কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। ......... প্লেটো

•• জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।

•• “ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”.........ফ্রান্সিস বেকন।

•• জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না | .........জন ডব্লু গার্ডনার

•• সবাইকে বিশ্বাস করা বিপদজনক তবে সবাইকে অবিশ্বাস করা আরো বিপদজনক
......... আব্রাহাম লিংকন

•• সারাদিন চলার পথে যদি আপনি কোন সমস্যার মুখোমুখি না হন তাহলে ধরে নিতে পারেন আপনি ভুল পথে চলছেন.........স্বামী বিবেকানন্দ

•• “ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥ ”.........আইনস্টাইন।

•• “ হয়তো দশবার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আমার মুখ তো তাই বলেছে- যা আমার চোখ দেখেছে॥ ” .........চে গুয়েভারা।

•• কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।.........আবদুল্লাহ আবু সাঈদ.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.