![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।
আসুন পরীক্ষার জন্য একটু পূর্বের পড়াগুলোতে চোখ বুলাই।
⚫
⚫
⚫
⚫
⚫
'মান রব্বুকা' অর্থাৎ তোমার রব কে? এ প্রশ্নের উত্তর দিতে হলে কয়েকটা বেসিক পয়েণ্ট মনে রাখতে হবে। আমার সৃষ্টিকর্তা কে, আমার মৃত্যুদাতা কে, আমার রিযিকদাতা কে, আমার বিধানদাতা কে? এর মধ্যে একটি পয়েণ্ট ভুলে গেলেও চলবে না। বিশেষ করে বিধান দাতার বিষয়টি অনেক সময় মনে থাকতে চায় না। তখন এভানে মনে রাখতে হবেঃ আমার সৃষ্টিকর্তা যে, আমার মৃত্যুদাতা যে, আমার রিযিকদাতা যে, আমার বিধানদাতা তিনিই হবেন। অন্য কেউ নয়। ক্লিয়ার?
আরেকটি কথাঃ আমার সৃষ্টিকর্তা বললে বুঝতে হবে যে, আমি আগে ছিলাম না; আমাকে সৃষ্টি করে 'পাঠানো' হয়েছে - কিছু বিশেষ উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হল আমি যেন আমার রবের ইবাদত করি। এবং তার খলিফা হিসেবে পৃথিবীতে ইবাদতের পরিবেশ সৃষ্টি করি।
মৃত্যুদাতা বললে বুঝতে হবে, তার হুকুমে আমার মৃত্যু হবে ও মৃত্যুর পর তার কাছেই ফিরে যেতে হবে।
রিযিকদাতা বললে বুঝতে হবে, আমার নিজ চেষ্টায় বা কৌশলে অথবা অন্য কোন ব্যক্তির দয়ায় আমার রযিক আসে না, বরং আমার রব আমাকে রিযিক দান করেন।
দ্বিতীয় প্রশ্নটি হবে 'মা দ্বীনুকা' বা তোমার জীবনব্যবস্থা কি? প্রশ্নের মধ্যে একটু মারপ্যাচ আছে। এখানে দ্বীন বলতে জীবনব্যবস্থা বুঝানো হয়েছে। You have to understand it. এটি একটি সিঙ্গেল বেসড প্রশ্ন। আপনাকে উত্তর দিতে হবে একটি অপশন। একাধিক উত্তর দেয়ার সুযোগ নেই। যেমন ধরুন আপনি যদি ইসলাম বলতে চান, তাহলে নাস্তিকতা বা গণতন্ত্র বা বাঙালী বলতে পারবেন না। কারণ ওগুলো ভিন্ন জীবনব্যবস্থা। সিঙ্গেল বেসড প্রশ্নের সঠিক answer চুজ করার জন্য আপনাকে এ বিষয়টি খুব ভালভাবে খেয়াল করতে হবে।
শেষ প্রশ্নটি হবে ভিজ্যুয়াল। প্রশ্নটির মূল উদ্দেশ্য হল আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে আপনি চিনেন কিনা। দেখুন রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের খুব পরিচিত একজন ছিল আবু জাহেল। খুব নিকট প্রতিবেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে আবু জাহেল চিনতে পারবে না। এ প্রশ্নের উত্তর দেয়ার জন্য আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সম্মান ও আদর্শ। রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সম্মান ও আদর্শ আপনার নিজ স্ত্রী-সন্তান, পিতা-মাতা, ব্যবসা-চাকরী, ধন-সম্পদ ও নিজ জীবনের চেয়ে প্রিয় হতে হবে। তার সম্মান ও আদর্শকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য জান ও মাল দ্বারা সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে এ প্রশ্নটির সঠিক উত্তর ইনশাআল্লাহ দেয়া যাবে।
সো, গো এহ্যেড টু ফেস দ্যা এক্সাম ইন কবর। মে আল্লাহ বি উইথ আস।
_______________________________________________
ডাঃ জহির
১২ এপ্রিল, ২০১৫।
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়েন আর নীচে আমার নাম Mohammed Zahirul Islam লিখে দিয়েন। কপি মারার তো আরো লেখা ছিল, আমার ব্লগটা নেড়েচেড়ে দেখেন। তাহলে পাবেন ইনশাআল্লাহ।
(নামের বানানটা খেয়াল রাখিয়েন)
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২২
বশর সিদ্দিকী বলেছেন: আপনার এই লেখাটা আমি ফেসবুকে কপি মারছি।