নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নিমজ্জিত

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২০

বাংলা ব্লগগুলো ঘাঁটাঘাটি করলাম। বর্ষবরণের শ্লীলতাহানি নিয়ে আহা উহু, কেন এমন হল, বিকৃত মানসিকতা কেন, আর কবে মানুষ হব, নিজেকে পুরুষ বলে পরিচয় দিতে ধিক্কার লাগছে, নারীদের বাহিরে বের হওয়া তার অধিকার - এসব বস্তাপচা লেখায় ভরপুর। এসব ব্লগগুলো লিখেন তথাকথিত জেনারেল শিক্ষায় শিক্ষিত সমাজের জ্ঞানী-গুণি, অর্ধ-বিদগ্ধ ব্যক্তিরা। ব্লগগুলো আবার এদের লেখাগুলোই প্রমোট করে। কিন্তু আমি অবাক হয়ে যাই, তারা কোনভাবেই এর মূল কারণে হাত দিচ্ছে না। সম্ভবতঃ তারা এর মূল কারণ কি জানেও না। তারা গায়ের জোরে আল্লাহ তায়ালার বিধি-বিধানকে পাশ কাটিয়ে কাল্পনিক কোন পদ্ধতিতে নারীদের ইজ্জত সম্মান রক্ষা করতে চাইছে।

অন্যদিকে মোল্লা-মৌলভী-হুযুর-মৌলবাদীরা দেখলাম ফেসবুকে লিখছে। তাদের ব্লগে পদচারণা নাই বললেই চলে। কিন্তু তারা সমস্যার মূলে গিয়ে সমাধান বাতলে দিচ্ছে। যদিও তাদের কথাগুলো আধুনিক বর্ণ-পন্ডিতদের কর্ণকুহরেই ঢুকছে না, মগজে ঢুকবে কিভাবে, অন্তরে ঢুকাতো বহুতই দূরের ব্যাপার। এরা নিজেরাও জানে না, এরা কত গভীর দাজ্জালী প্রতারণার মধ্যে আছে।

_____________________________________________________

ডাঃ জহির
১৬ এপ্রিল, ২০১৫

অবশ্যই পড়ুনঃ


বাঙালীয়ানা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০

িবর্ন জামান বলেছেন: যেহেতু আমরা এর মুল কারন জানি না সেহেতু আপনার উচিত এর মুল কারন জানান এর ব্যবস্ত করা । যেহেতু আপনার ভাষ্য অনুসারে আমরা তথাকথিত জেনারেল শিক্ষায় শিক্ষিত সমাজের জ্ঞানী-গুণি, অর্ধ-বিদগ্ধ ব্যক্তি সেহেতু আপনার মত জ্ঞানী-গুণি ব্যক্তি ছাড়া আমদের কে পথ দেখাবে ।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১২

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পথ দেখানোর জন্যই ভাই আমার লেখা। লেখক হওয়ার কোন ইচ্ছা নেই। সত্যিই নেই। কিন্তু আপনি পথ দেখতে রাজী তো? আপনি যদি পথ দেখার জন্য ব্যাকুল হন তবে আপনি সত্যিই তা দেখতে পাবেন। প্রত্যেক ব্যাকুল হৃদয় বান্দাকে আল্লাহ তায়ালা তুলে আনেন। যাহোক, আমার ব্লগের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ আমি মানুষের জন্যই লিখি, হয়তো কেউ উপকৃত হবে ভেবে। আপনার সময় হলে প্রথম থেকে পড়তে থাকুন।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৩

শামসুদ্দীন হাবিব বলেছেন: ভাই ডাঃমোহাম্মাদ জহিরুল ইসলাম আমরা আপনার দেখানো পথে চলতে চাই ভাই আপনে জ্ঞানী গুনী মানুষ,আপনি কি পথটা বাতলে দেবেন ভাই?

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পথ দেখানোর জন্যই ভাই আমার লেখা। লেখক হওয়ার কোন ইচ্ছা নেই। সত্যিই নেই। কিন্তু আপনি পথ দেখতে রাজী তো? আপনি যদি পথ দেখার জন্য ব্যাকুল হন তবে আপনি সত্যিই তা দেখতে পাবেন। প্রত্যেক ব্যাকুল হৃদয় বান্দাকে আল্লাহ তায়ালা তুলে আনেন। যাহোক, আমার ব্লগের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ আমি মানুষের জন্যই লিখি, হয়তো কেউ উপকৃত হবে ভেবে। আপনার সময় হলে প্রথম থেকে পড়তে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.