নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

চাবুক!!

০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৪

আল্লাহ রব্বুল য়ালামীন তো বলেই দিয়েছেন, দুনিয়া কাফেরদের জন্য জান্নাত, কিন্তু মু'মীনদের জন্য কারাগার। জান্নাতে মানুষকে স্বাধীন করে দেয়া হবে। মৃত্যু, ভয়-ভীতি, বার্ধক্য, দারিদ্র্য ও আরোও অনেক কিছু থেকে। কিন্তু কাফেররা দুনিয়াতেই স্বাধীনতা খুঁজে ফেরে। অন্যদিকে মুসলমানদের জীবন আল্লাহ তায়ালার হুকুমের শিকলে বন্দী। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সুন্নতের ফ্রেমে তাদের জীবন বাঁধা।



কিন্তু নিজের জীবনের দিকে তাকিয়ে কিছুতেই বন্দী জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাই না। চারদিকে প্রবাহমান বাতাসের মত স্বাধীনতা আস্বাদন করি।



বড় বেশী স্বাধীন হয়ে গেছি। এত বেশী পরিমাণ স্বাধীন যে ভয় হয়, আমি হয়ত পথ হারাব, হয়ত জাহান্নামে যাব। পিঠে হাত বুলিয়ে দেখি তা অক্ষত আছে, বেশ নাদুশনুদুশ মনে হয় নিজেকে। ফার্মের মুরগীকে বড়ই করা হয় তাকে চুলায় নিক্ষিপ্ত করা হবে বলে। ফার্মের মধ্যে মুরগীকে যে ব্যক্তি আদর-আপ্যায়ণ করে সে-ই তার বড় শত্রু। কিন্তু মুরগীরা হয়ত তাকেই বন্ধু মনে করে। আমারও অবস্থা হয়েছে সেসব মুরগীদের মত। দুনিয়ার আদর-আপ্যায়ণে মজে গেছি। তবুও মাঝে মাঝে পিঠে হাত বুলোই। দেখি এখনও তা অক্ষত আছে। খুব অনুভব করছি হযরত ওমর রাযিআল্লাহু তায়ালা য়ানহুর বেতকে। আমীরুল মু'মিনীনের শাসনের দন্ডকে। ফজরের জামাতে দু'তিনদিন দেখতে না পেয়ে আমীরুল মু'মিনীন বা তার প্রতিনিধি বাসায় চলে আসবেন। জামাতে শরীক না হওয়ার কারণ জিজ্ঞাসা করবেন। জু'মার নামাযের সময়ে বেঁচা-বিক্রীর অভিযোগে আমার তৈলাক্ত পিঠে দু'চার ঘা চাবুক পড়ুক। এ পিঠ জাহান্নামের জন্য তৈরী হচ্ছে। আমীরুল মু'মিনীনের চাবুক বড় স্নেহভরে আমাকে মারতে মারতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাক।



_____________________



ডাঃ জহির

৬ মে, ২০১৫

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:১৮

জনাব মাহাবুব বলেছেন: আমীরুল মু'মিনীনের চাবুক বড় স্নেহভরে আমাকে মারতে মারতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাক। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.