![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।
আজও পরপর তিনটা সিজারে এনেস্থেসিয়া দিলাম। পরপর তিনজন মেয়েশিশু ভূমিষ্ঠ হল। পরপর তিনজন মেয়েশিশুর জন্ম এটা খুব স্বাভাবিক এখন। কিন্তু ছেলেশিশুর ক্ষেত্রে দেখি যে এমনটা বিরল। কবে পরপর তিনটি ছেলেশিশুর জন্ম হয়েছে মনে করতে পারছি না। পরপর দুটি ছেলেশিশুর জন্ম হওয়াও বিরল ঘটনা মনে হয়। এমন এক সময়ের অপেক্ষায় আছি যখন একজন পুরুষের বিপরীতে পঞ্চাশজন মহিলা থাকবে। এটাও একটি গুরুত্বপূর্ণ কিয়ামতের আলামত যা কিতাবগুলোতে লিপিবদ্ধ আছে। আল্লাহ তায়ালা মুসলমানদের কাছেই অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান দান করেছেন। মৃত্যুর পরের জীবনের জ্ঞানও দান করেছেন। জ্ঞানের সাম্রাজ্যের মধ্যেই মুসলমানদের বসবাস। তারপরও মানুষ যে কেন ইহুদী খ্রীস্টানদের জ্ঞানের পেছনে ছুটাছুটি করে বোধগম্য নয়। ইয়েমেন বা অন্য কোথাও যখন টিড্ডি নাই হল তখন হযরত ওমর রাযিআল্লাহু তায়ালা য়ানহু অত্যন্ত পেরেশান হলেন। রীতিমত লোক পাঠিয়ে তদন্ত করলেন। কারণ কিয়ামতের একটি আলামতের মধ্যে এটাও যে, সর্বপ্রথম নাই হবে টিড্ডি। আজকে মেয়ে শিশুর জন্মহার যে হারে বাড়ছে তাতে কিয়ামতকে সামনে রেখে মানুষের কর্মপন্থা নির্ধারণ করা উচিত। কিন্তু আজকে যেসব বিষয়ে আমাদের জ্ঞান দান করা হয়েছিল, জ্ঞানের সেসব বিষয়ে আমরা উদাসীন। এখনও আমরা পাগল বা নেশাখোরদের মত টাকা কামিয়েই যাচ্ছি।
(ও!! এটিও একটি কিয়ামতের আলামত যে অধিক সংখ্যায় সিজারের মাধ্যমে শিশুরা ভূমিষ্ঠ হবে। বর্তমানে কিন্তু তাই দেখা যাচ্ছে। অনেকে মজা করে এও বলে, একসময় মানুষ ভুলে যাবে একদা নরমাল ডেলিভারী নামে কোন জিনিস ছিল।)
________________________
১২ এপ্রিল, ২০১৫
২| ১৩ ই মে, ২০১৫ সকাল ১০:৫৬
টি এম মাজাহর বলেছেন: " ইয়েমেন বা অন্য কোথাও যখন টিড্ডি নাই হল " টিড্ডি কি জিনিস ভাই?
১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:০৩
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মনে হয় প্রানী জাতীয় কোন জিনিস হবে। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় কিছু হতে পারে। আমি কিতাবাদীতে পেয়েছি।
৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৭
শ্রাবণধারা বলেছেন: " তারপরও মানুষ যে কেন ইহুদী খ্রীস্টানদের জ্ঞানের পেছনে ছুটাছুটি করে বোধগম্য নয়। "
জ্ঞানেরও ইহুদী খ্রীস্টান মুসলিম ভাগে ভাগ করে ফেলেছেন, সাবাস !!!!! তো জনাব ডাক্তারি বিদ্যায় সিজার এনেস্থেসিয়া এসব ইহুদী খ্রীস্টানী বিদ্যা এখনও ত্যাগ করতে পারলেন না ?
আপনার হওয়ার কথা ছিল হাজেম, হইলেন ডাক্তার - এটাকেই কেয়ামতের সব চেয়ে বড় আলামত মনে করি ।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৫
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বী! জ্ঞানের ভাগ আছে। সবকিছুর যেমন শ্রেনীবিভাগ আছে, তেমনি জ্ঞানের শ্রেনীবিভাগ থাকাও স্বাভাবিক। একটি হচ্ছে রহমানী জ্ঞান যা আল্লাহ তায়ালার তরফ থেকে, আরেকটি হচ্ছে দাজ্জালী জ্ঞান যা শয়তানের তরফ থেকে। আপনি হয়তো এ বিষয়ে এখনও জ্ঞাত নন, তাই অদ্ভুত লাগছে। আর কিয়ামতের আলামত আপনি যেটা বললেন সেটা আপনার অজ্ঞ মস্তিষ্কের খেয়াল মাত্র যার কোন দলিল আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমাদের প্রতিটি কথার দলিল হল কুরআন ও হাদীস। ধন্যবাদ।
৪| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৬
শ্রাবণধারা বলেছেন: আমি অজ্ঞ এটা ঠিক আছে । আমার অজ্ঞতার মাত্রা এতটাই তীব্র যে আপনার মধ্যে যে দাজ্জালী জ্ঞান আছে, যেটা দিয়ে আপনি অসুস্থ রোগীর চিকিৎসা করেন, সেটাতে আমি আল্লাহ তাআলার রহমত দেখতে পাই । আর আপনি যেটাকে রহমানী জ্ঞান মনে করছেন সেটাকে আমি শয়তানের বিভ্রান্তি, সাম্প্রদায়িকতা, আর ফেতনা দেখতে পাই - যে তার ইহুদী, খ্রীস্টান বা হিন্দু প্রতিবেশীকে অভিশপ্ত জ্ঞান করে, নিজেকে নিজের সম্প্রদায়কে সব বিদ্যার আধার এবং হেদায়েত প্রাপ্ত মনে করে । আমি দেখতে পাই যে এরা শুধু মুসলমান নামের কলংক নয়, এরা মনুষ্যত্বের কলংক ।
অতএব বুঝতেই পারছেন একজন "প্রাকটিসিং মুসলিম " হিসেবেও আমার অজ্ঞতা থেকে পরিত্রান বা হেদায়েত প্রাপ্তির আশা নেই ।
১৩ ই মে, ২০১৫ রাত ১০:৩১
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বুঝতে পেরেছি - কথায় বড় পটু, নাথিং এলস। বহু দেখেছি এরকম। যাহোক দু'টি পয়েণ্ট বলতেই হচ্ছেঃ
(১) ইহুদী, খ্রীস্টান, হিন্দু প্রতেবেশীকে আমি অভিশপ্ত জ্ঞান করেছি এটা কিন্তু আমার মূল বক্তব্যে ছিল না। আপনি অযথাই টেনে আনলেন। ভালই করেছেন। কুরআনে যদি তাদের অভিশপ্ত বলা হয় - আমিও বলব অভিশপ্ত। আর যদি কুরআনে তাদের হেদায়েতপ্রাপ্ত বলা হয়, আমিও বলব হেদায়েতপ্রাপ্ত। নিজের থেকে আমার বলার কোন কিছুই নেই। এখন আপনি কুরআন খুলে দেখেন কি বলা আছে।
(২) আপনারই উক্তিঃ "আপনার হওয়ার কথা ছিল হাজেম, হইলেন ডাক্তার" -
না-রে ভাই সে দিন নেইরে যে ডাক্তাররা শুধুই নাস্তিক হবে। তসলিমা নাসরিনদের সেই সোনালী যুগ এখন আর নেই রে ভাই। এখন বহু নামী-দামী ডাক্তার আপনি পাবেন যাদের দেখলে মনে হবে মাওলানা, মুফতী, মুহাদ্দিস। একেকজন আল্লাহ তায়ালার অলী যেন - নূর যেন ঠিকরে বেরোয়। ইঞ্জিনীয়রদেরও একই অবস্থা। আমাদের মসজিদে এক জামাত এসেছিল বুয়েটের ছাত্র জামাত। আল্লাহু আকবার। এক এক ভাইকে দেখলে মনে হয় ক্বওমী মাদ্রাসার ছাত্র। কি আশ্চর্য্য সুন্দর তাদের আচার ব্যবহার, দ্বীনের কি সাংঘাতিক বুঝ। মাশাআল্লাহ।
তো ভাই ডাক্তার, ইঞ্জিনীয়ার, হাজেম বড় কথা নয়, বড় কথা হেদায়েত। হয়ত অনেক হাজেমকেও পাবেন চরম আকারের নাস্তিক। এটাও শেষ যুগের বৈশিষ্ট্য যে - মুসলমান ও কুফফার পৃথক হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার কথাবার্তায় মনে হয়, আপনি দুস্টলোক।