![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন থেকে পিঠের ব্যাথায় কষ্ট পাচ্ছিলাম। প্রথম দিকে মনে হলো ঠান্ডা জনিত কারন। টুকটাক ঔষধ নিজ তরিকায় সেবন করেও যখন রেহাই পেলাম না, তখন ডাক্তারের শরনাপন্ন না হয়ে রক্ষে পেলাম না।
পরিচিত অভিজ্ঞ জনের পরামর্শে একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের দ্বারস্থ হলাম। ডাক্তার ভালো করে দেখে বললেন, আপনার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সম্ভবত উচ্চ। তাই পাঁচ/সাতটার মতো পরীক্ষার পরামর্শ দিলেন।
আমি নাদান ঝামেলা এড়াতে ওসেসিস নামক একটা প্রকান্ড হাসপাতালে পরামর্শকৃত পরীক্ষাগুলো করাই।
গতকাল পরীক্ষাগুলোর ফলাফল নিয়ে আবারও ডাক্তারের দপ্তরে উপস্থিত হলে, ডাক্তার আতকে উঠেন। তিনি বলেন, রিপোর্ট মোতাবেক আপনার কিডনি গুলো অকেজো এবং আমি এ রিপোর্টের উপর আস্থা রাখতে পারছি না। কেননা, আপনার এ বয়সে এমন শারিরিক পরিস্থিতি হবার কথা নয়।
যতই ডাক্তারের বিশ্বাস না হোক,আমার মন আমাকে ইতিমধ্যে কিডনি বিহীন প্রানীর তালিকায় ফেলে দিয়েছে।
সাথে সাথে আমি ভরসা করা যায় এমন একটি ডায়াগনস্টিক থেকে আর্জেন্ট পরীক্ষাগুলো করাই। কিন্তু রিপোর্ট পাবার আগ পর্যন্ত আমার শারিরিক অবস্থা খারাপ হতে লাগলো। আমি কিডনিতে, বুকে ব্যাথা অনুভব করতে থাকি।
পরীক্ষাগুলো বিকেলে করালেও রিপোর্ট পাই রাত আটটা নাগাদ। রিপোর্ট নিয়ে আবারও ডাক্তারের কাছে গেলে, তিনি হাঁফ ছেড়ে বলেন, আপনি সম্পূর্ণ সুস্থ এবং আপনার। কিডনি সম্পূর্ণ ভালো।
মন ও শরীরের উপর বয়ে যাওয়া কালবৈশাখী আমায় ছেড়ে দিলেও অনেক ক্লান্ত করে দিয়ে যায়।
পরবর্তীতে রিপোর্ট গুলোর ফটোকপি ওয়েসিসে জমা দিয়ে বলে আসি - এতদিন তাবিজ তবজের ব্যবসা করে কেন এমন ব্যবসা শুরু করলেন? সদুত্তর না পেলেও আমি স্বাস্থ্য বিভাগের প্রধান বরাবর অভিযোগ দাখিল করবো, যার অনুলিপি পাবেন সিভিল সার্জন, স্থানীয় ও জাতীয় স্বনামধন্য পত্রিকা ও সংশ্লিষ্ট হাসপাতাল।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
মোঃ মারুফ চৌধুরী বলেছেন: আপনার প্রশ্ন বুজতে পারিনি। তবে জায়গাটা সিলেট।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৬
ঢাকাবাসী বলেছেন: বাংলা টা কোথায়?