![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারারাত শাহবাগে ছিলাম। উদ্দেশ্য যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবীর সাথে একমত পোষন করা। যদিও ধারনা করেছি যে এটা আওয়ামীলীগ এর একটা খেলা হতে পারে। রাত জেগে যা দেখলাম তাতে আমার ধারনাটাকেই সত্য মনে হল। ছাত্রলীগের নেতা, আওয়ামীলীগের নেতা, আওয়ামীলীগের এমপিরা, সহযোগী সংগঠনের নেতারা যখন মঞ্চে উঠে বক্তৃতা দেয়, তখন ভাবতে কষ্ট লাগে এই ভেবে যে ক্ষমতার জন্য এই দলটি মানুষকে এভাবে দোকা দিতে পারে। এভাবে বোকা বানাতে পারে! যুদ্ধাপরাধী বিচার করবে বলে ক্ষমতায় এসে এখন আবার যুদ্ধ অপরাধীদের সাথে গোপনে আঁতাত করে ৪০০ মানুষ হত্যকারীকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয়। শুরু থেকেই অনেকে ধারনা করেছিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এ বিচার কার্য পরিচালনা করছে সরকার। আজ তা ই প্রমান হল। হায়রে ক্ষমতা!!!!
শ্লোগান চলছিল ক্ষমতা না জনতা, সবাই বলছিল জনতা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাত যতই বাড়তে থাকে আওয়ামী চরিত্র ততই ফুটে উঠতে থাকে। যিনি চরমপত্র পাঠ করেছেন তিনি স্বাচিপ নেতা ইমরান।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
মুসবিহা বিনতে ওয়ালী বলেছেন: Right.... এই moment এ সবচেয়ে বড় মিথ্যা কথাটা হলো, "শাহবাগে নির্দলীয় আন্দোলন হচ্ছে"
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
মোঃ ওমর শরীফ বলেছেন: আগামি বার ভোট দেওয়ার সময় শুধু রাজাকারের বিচার ই দেখবো, এই কথা যদি লীগ মনে করে,তাহলে তারা মাটিতে না নৌকায় আছে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
বাকরুদ্ধ আমি বলেছেন: আসলে আওয়ামীলীগ আমাদের আবেগককে জিম্মি করে আগেও ফায়দা লুটেছে ,আবারও সেই চেষ্টা করছে ।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫
ম্যাংগো পিপল বলেছেন: আগামি বার ভোট দেওয়ার সময় শুধু রাজাকারের বিচার ই দেখবো, এই কথা যদি লীগ মনে করে,তাহলে তারা মাটিতে না নৌকায় আছে।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
ফলাফল বলেছেন: গনধোলাই ( উরফে ল্যাংটা) করার ব্যবস্থা করার সময় হচ্ছে বি,এন পির পক্ষ থেকে চরমপত্র পাঠকারী ব্লগার ইমরানকে
শাহবাগে গতকালের মহাসমাবেশের সভাপতি ও চরমপত্র পাঠকারী ব্লগার ইমরান কট্টর আওয়ামী লীগ সমর্থক। তিনি পেশায় চিকিত্সক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) নেতা। শুধু তাই নয়, ইমরান সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘রাজাকার’ অভিহিত করে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়ার মাজার নিয়েও কটাক্ষপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন।View this link
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
শিক্ষানবিস বলেছেন: এটা ছিল আওয়ামী লীগের আয়োজন। আমি নিজে দেখেছি নেতারা মিরপুর, ভাষাণটেক বস্তি থেকে লোক ভাড়া করেছে।
আর দু একটি ছাড়া সকল মিডিয়ার মিথ্যাচারের ফলাফল হল এই শাবাগী মাহফিল।
নিজেদের পরচিয় জাহির করে ওরা বুদবুদের মত মিলিয়ে যাবে।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
ডাস্টবিনের ময়লা বলেছেন: রিপোর্টেড
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
দূর্ভাষী বলেছেন: সব শালা ছাগুর দল, দূর হ, এর পর পালানোর ও সুযোগ পাবি না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
জননেতা বলেছেন: আমি প্রথম ২ দিন শাহাবাগ এ ছিলাম। অন্য রকম ছিল প্রথম ২ দিন। কিন্তু গতকাল এর যাই নাই। কারন যখন বুঝলাম এটা থাকে আওয়ামীলীগের সমাবেশ হয়ে যাচ্ছে।
আমার ভাই ন্যাশনাল ব্যাংক এ চাকরি করে । ৭ তারিখ সন্ধ্যাই তাদের বলে দিয়েসে ৮ তারিখ সকাল ৮ টার মধ্যে সিকদার মেডিকেল এ উপস্মিত থাকতে। যে না থাকবে তার চাকরি থাকবে না। কারন সেখান থাকে মিছিল নিয়ে শাহাবাগ যাবে। সে খানে আওয়ামীলীগের এমপি জাহাঙ্গির কবির নানক ছিল। সে ওই খানে সবাইকে ট্রাকে করে শাহাবাগ এ নিবার বাবস্থা করে রেখেসে। সুতরাং এটা পরিস্কার যে এখন এটা আওয়ামীলীগ এর সমাবেশ।