![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জয়বাংলা বলি কারন আমি আমার বাংলাকে ভালবাসি। আমি জয় বাংলা বলি কারন আমি আমার দেশকে ভালবাসি। আমি জয় বাংলা বলি যখন আমার মধ্যে দেশপ্রেম জাগে। আমি মনে মনে জয় বাংলা বলি যখন আমি আমার দেশকে নিয়ে ভাবি। আমি চিৎকার দিয়ে জয় বাংলা বলি যখন দেখি কোন রাজাকার কষ্টে আছে। আমি বারবার বলি জয় বাংলা,
কিন্তু আমি জয় বাংলা বলিনা যখন দেখি এ কথাটার দাবীদার হিসেবে আয়ামীলীগ নিজেদের দাবী করে। আমি জয় বাংলা বলিনা যখন দেখি এটা আওয়ামীলীগের পোস্টারে সাঁটানো থাকে। আমি জয় বাংলা বলিনা যখন দেখি জয় বাংলা বললে মানুষ ভাবে লোকটা আওয়ামিলীগ করে।
আমি যুদ্ধাপরাধীর বিচার চাই যখন আমার মনে পড়ে ৭১ এর কথা। আমি রাজাকারদের ফাঁসি চাই যখন মনে পড়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনার কথা। আমি রাজাকারদের ফাঁসি চাই যখন আমার মনে পড়ে বীরাঙ্গনাদের কথা, আমি রাজাকারদের ফাঁসি চাই যখন মনে পড়ে তাদের সহযোগীতায় স্বাধীনতা যুদ্ধে যারা প্রান দিয়েছেন পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে আমার দেশের সোনার ছেলেরা, আমি রাজাকারদের ফাঁসি চাই যখন শাহবাগ মোড়ে হাজারো জনতা চিৎকার করে বলে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই , রাজাকারের ফাঁসি চাই। যখন শুনি বলা হয় গ তে গোলাম আজম তুই রাজাকার, তুই রাজাকার।
কিন্তু যখন দেখি শাহবাগ মোড়ে সকল রাজাকারদের নাম নেয়া হয়না, যখন বলতে শুনিনা ম তে মোশারফ তুই রাজাকার, তুই রাজাকার। যখন শুনিনা ম তে মখা আলমগীর তুই রাজাকার তুই রাজাকার। যখন দেখি বেয়াই বলে কারো কারো বিষয়ে কেউ কথা বলেনা, যখন দেখি বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বাক্ষী দেয়ার কথা বললেও কেউ রাজাকার মখা আলমগীর এর মন্ত্রীত্ব থাকে তার বিরুদ্ধে কোন মামলা হয়না। তখন কি করব আমি ?
©somewhere in net ltd.