![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার মা। অথচ আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারছিনা। ক্ষমা কর তুমি আমায় মা। আমি অসহায় মা। আজ আমি তোমার কাছে থেকেও অনেক দূরে মা। তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারিনা মা। আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে আমার পরিয়াদ " হে খোদা আমার মায়ের আগে তুমি আমাকে নিওনা। আমি সইতে পারবনা আমার মায়ের বিয়োগ। খোদা আমার পরিবারের সকল সদস্যের মৃত্যুর আগে আমার মৃত্যু দিও। আমার মাকে বাঁচিয়ে রেখ অন্তত আমার মৃত্যুর পরদিন পর্যন্ত। হে পাক পরোয়ার আমার এই চাওয়াটুকু তুমি কবুল করিও।
©somewhere in net ltd.