![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার রাজীব হত্যার নিন্দা জানাবার ভাষা আমার জানা নাই। তবে সকলের মত আমার মনেও একটা প্রশ্ন জাগে কে এই কাজ করল? কারা এই হত্যার মাধ্যমে পায়দা হাসিল করতে পারে? জামাত শিবির কি এতই বোকা এমূহুর্তে এধরনের কাজ করবে? আমার অন্তত তা মনে হয় না। বিগত দিনগুলোতে তারা যেভাবে বুদ্ধিমত্তার সাথে তাদের হিংসাত্তক কার্যক্রম চালিয়েছে তাতেও মনে হয়না তারা এ কাজ করবে। তাহলে কারা করল এ জগন্য হত্যাকান্ড? কে এর সাথে জড়িত? জামাত শিবিরের কাঁদে দায় চাপানোর জন্য এই হত্যাকান্ড? যেই হোক আর যে জন্যই হোক তাদেরকে ধরতে হবে। কারো ঘাড়ে দায় চাপানোর জন্য নয়, খুনের রহস্য বের করতে হবে সত্যিকার অর্থে। জাতি জানতে চায়।
©somewhere in net ltd.