![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বর্তমানে চলমান আন্দোলনকারীদের একজন ব্লগার রাজীবকে এখন শহীদ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে তার ব্যাখ্যা যারা বলছে তাদের কাছে একরকম আর অন্যদের কাছে ভিন্ন। তা হতেই পারে। ইতিহাসে কি লেখা হবে? হয়ত পক্ষে, বিপক্ষে দুরকমই লেখা হবে। প্রকৃত সত্য কি? আজ থেকে ৪২ বছর পর বলা হবে বাংলাদেশের ২য় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব। তা কি সত্য বলা হবে? বাংলাদেশেকি এখন মুক্তিযুদ্ধ চলছে? তা যদি হয় তাহলে তা কিজন্য? তর্কের খাতিরে যদি বলি ৪২ বছর আগের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ফাঁসির দাবীর জন্য ২য় মুক্তিযুদ্ধ। তা কি গ্রহন যোগ্য হবে? তা হলে ৪২ বছর আগে কি যুদ্ধ করলাম আমরা? ৪২ বছর আগের শহীদদের ইতিহাস কি রাজীবের ইতিহাসের মত? আমি তা বিশ্বাস করিনা। পত্র পত্রিকার মাধ্যমে যে টুকু জানতে পেরেছি (এখন পর্যন্ত) রাজীব খুন হয়েছে ব্যক্তিগত কারনে। আন্দোলনে নয় বা আন্দোলনের জন্য নয়। যদি তা-ই হয় তাহলে কি সে শহীদ? তাকে শহীদ বলে ৪২ বছর আগের শহীদের ছোট করা হয়না? রাজীবের মৃত্যু কখনো কাম্য ছিলনা। কোন মৃত্যু কাম্য নয়। তা কারো কাম্য হতে পারেনা। রাজীব নাস্তিক ছিল কি আস্তিক তা বিবেচ্য বিষয় নয়। আস্তিকতা বা নাস্তিকতা ব্যক্তিগত ব্যাপার। তাই বলে তাকে খুন করতে হবে কেন? আপনি আল্লাহতে বিশ্বাস করা না করা আপনার বিষয়। আপনি বিশ্বাস করবেননা বলে অন্যদের বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করে কথা বলবেন তা তো হতে পারেন। যা-ই হোক রাজীবকে শহীদ বলে আগামীর ইতিহাসে ভিন্নতা আনার কোন প্রয়োজন নেই। প্রকৃত শহীদরে ছোট করার কোন অধিকার কারো নেই। দয়া করে তা কেউ করবেননা। রাজীব শহীদ হননি। খুন হয়েছেন। যে-ই খুন করেছে আর যে জন্যই খুন করেছে আমি চাই খুনি গ্রেপ্তার হউক। তার বিচার হউক। তাকে শহীদ বলে বা বলতে যেয়ে খুনি আড়াল হউক তা কেউ চায়না।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
দুইজীবন বলেছেন: আমি যেভাবে বুজেছি তা লিখেচি।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
পক্ষপাতদুষ্ট বলেছেন: রাজীবের হত্যাকান্ড অবশ্যই দূ:খজনক। কিন্তু তার হত্যার রহস্য উদঘাটন হওয়া জরুরী। আপনি কিভাবে বুঝলেন সে ব্যক্তিগত কারণে খুন হয়েছে ? আমি প্রমাণ ছাড়া জামাত-শিবির কে দায়ী করা কিংবা বান্ধবীদের দায়ী করারও বিপক্ষে। রাজীবের ধর্মবিশ্বাস নিয়ে আমি নিজেও বিব্রত ও ব্যথিত। বিশ্বাস না থাকা অন্যায় নয় তবে ব্যংগ করা আঘাত করা অবশ্যই ঘৃণিত অপরাধ। তবুও রাজীবের মৃত্যু বেদনাদায়ক।