![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঁদুর মারেন
তেলাপোকা মারেন
ছাড়পোকা মারেন
পিঁপড়া গুলো মারেন।।
জাদুর কাঠি, ম্যাজিক চক
দাগ দিলে মরে, ঘষা দিলে মরে
তেইলাচোড়া মরে।।
চোরার ঘরে চোরা তেইলাচোরা
জাগায় খায়, জাগায় ব্রেক
ইদুরগুলা ব্রেক
লাইনে খায়, সিরিয়ালে মরে।।
কাইত হইয়া খায়,
চিত হইয়া মরে
লাফাইয়া খায়
দাপাইয়া মরে
ইদুরগুলা মরে ।।
ইঁদুর চিকা মারামারি
নষ্ট করে বাসাবাড়ি
ওষুধ কিনেন তাড়াতাড়ি।।
ময়নার মার ঘুম নাই
ইঁদুর তোর বাচন নাই
ধরা পড়লে জামিন নাই
জাগায় খায় জাগায় মরে।।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
দুঃখ বিলাস বলেছেন: কি বলব ভাই ,সব খানে ভেঝাল .।
২| ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৮
চাঙ্কু বলেছেন: ময়নার মার ঘুম নাই
ইঁদুর তোর বাচন নাই
ধরা পড়লে জামিন নাই
জাগায় খায় জাগায় মরে।
আহারে!! ইঁদুরের জন্য আফসুস
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৪
দুঃখ বিলাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা কবি। ভালো থাকবেন।
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
এ.এস বাশার বলেছেন: হুম ... আমাদের বাজারের হকারের কাছে শুনেছিলাম.......
বেশ ভাল উপস্থাপন করেছেন.......মজার ছড়া হয়েছে....
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬
দুঃখ বিলাস বলেছেন: হা হা হা ভালো থাকবেন।
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।
৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯
দুঃখ বিলাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা কবি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইঁদুর চিকা মারামারি
নষ্ট করে বাসাবাড়ি
ওষুধ কিনেন তাড়াতাড়ি।।
........................................................................................
ভেঝাল ওষুধ ভাই
মরছে না ]ইঁদুর তাই