নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বানান ভুল

আনদালুসিয়ার অশ্বারোহী

আমি একটু ভাবুক মানুষ।অনেক বড় স্বপ্ন দেখি .....আর কিসু কমুনা

আনদালুসিয়ার অশ্বারোহী › বিস্তারিত পোস্টঃ

এনিমেশন মুভি বানাইতে চাই !!!!!!! (টেকিরা কই হেল্পান)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

ভায়েরা এনিমেশন শিখব । কিছুই জানিনা !! এনিমেশন মুভি ,টম এন্ড জেরী কার্টুন , আপ, মিনিওন্স এইগুলা দেইখা বানানোর খুব ইচ্ছা করে । কিন্তু কি শিখুম ?? কি কি শিখতে হবে । স্টেপ বাই স্টেপ কি লাগবে ??? একটু কইবেন দাদারা !!! পরামর্শ ,আদেশ ,উপদেশ যা দেয়ার দেন । পিলিজ পিলিজ !!! ভাইসব !!! টেকি ভাইগণ কে কোথায় আসেন হেল্পান ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনলাইনে অ্যানিমেশানের ক্লাস করা যায়।

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬

আনদালুসিয়ার অশ্বারোহী বলেছেন: খালি কথায় তো চিড়া ভিজেনা । শর্না আপা লিংক টা দিতারবেন ??? আমি চাইতেসি আমি এখন ক্লাস ওয়ানে ভর্তি হইসি । এনিমেশনের ক্ষেত্রে কিভাবে শুরু করা উচিত ?? একটু কইবেন ???

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনি https://www.facebook.com/groups/VFXHUNTER/ ফেজবুক গ্রুপে জয়েন করে দেখটে পারেন।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

আনদালুসিয়ার অশ্বারোহী বলেছেন: ধন্যবাদ । ভাই !!!!!!!

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০

বেকার সব ০০৭ বলেছেন: এখানে দেখতে পারেন কাজে লাগবে

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

আনদালুসিয়ার অশ্বারোহী বলেছেন: ভাই , লিঙ্কে ঢুক্তে পারিনা । কি করুম ?

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

ফাহিমাইকরি বলেছেন: আমারও অনেক ইচ্ছা এনিমেশন এর কাজ করার। :(( :((

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

বোকা ছেলে ৯৮৯ বলেছেন: এনিমেশন মুভি বানাইতে হলে ৩ ডি স্টুডিও ম্যাক্স, মায়া, Z brush, Modo, After effect, Photoshop এর উপর ভালো ধারনা থাকতে হবে।


আপনার যদি আগ্রহ থাকে শুরু করে দিন। প্রথমে শুরু করুন Photoshop. এটার উপর অসম্ভব ভালো দক্ষতা ছাড়া এনিমেশন সম্ভব না। আর বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান এনিমেশন এর উপর কোর্স করায়। আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি কোর্স করতে পারেন। এর মধ্যে অগ্নিরথ ছারাও আর কিছু ভালো প্রতিষ্ঠান আছে। এই মুহূর্তে তাদের নাম আমার মনে পরছেন না।

আপনি পড়েন কিসে?
এই এনিমেশনের পিছে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। এই সময় দিতে যদি প্রস্তুত থাকেন তাহলে এনিমেশনের জন্য কাজ শুরু করতে পারেন করুন

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আনদালুসিয়ার অশ্বারোহী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই !!!! ভালো লাগসে

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

কোডব্লকার বলেছেন: বোকা ছেলে ৯৮৯ এর সাথে একমত

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

আহ্‌মুদুল বলেছেন: এনিমেশন শিখতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। আমার এই লাইনে ৪ বছরের অভিজ্ঞতা। আমি এর আগে দেড় বছর শিখেছি 3D এর উপর। আমার দিক থেকে প্রথমে আপনি http://www.grafaonline.org/ এ থেকে এনিমেশন কোর্স এর জন্য চেষ্টা করতে পারেন।
(যদিও এদের কোর্সে অংশগ্রহণ করাটা ভাগ্যের ব্যাপার কারন এদের কোর্স গুলো আন্তর্জাতিক মানের কিন্তু এরা নিয়মিত কোর্স করায় না) দ্বিতীয়ত আপনি http://www.antorikonline.com/ এ চেষ্টা করতে পারেন । এর বাইরে আমার জানামতে আর কোনও
প্রতিষ্ঠান ভালভাবে শেখায় না , কারন তাদের কাছে ছাত্র মানে টাকা (আমার বাস্তব অভিজ্ঞতা)।
তবে আপনার যদি এই বিষয়ে তীব্র আকাঙ্খা থাকে , তাহলে আপনাকে অনলাইন মেটেরিয়াল (http://www.digitaltutors.com , http://www.lynda.com/) থেকে শেখার অনুরোধ রইলো। তাহলে আপনি আপনার মেধা অনুযায়ী শিখতে পারবেন।

এনিমেশন 2D এবং 3D টাইপ এর হয়। যেমন মিনা কার্টুন 2D আবার আপ মুভি 3D । 2D ও 3D এর সফটওয়্যার ও কাজের টেকনিকও আলাদা । আপনি কোনটি করতে চান সেটি আগে ভাবতে হবে। আমার দেয়া উপরের লিংকগুলো মুলত 3D এর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.