নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বিকালের গল্প

মুক্ত কাহন

কথা কখনও মিথ্যা হয় না।আপনি যা বলছন বা শুনছেন তা হয়তবা কাল্পনিক অথবা বাস্তব বিবর্জিত কিন্তু কথাগুলো মিথ্যা না।

মুক্ত কাহন › বিস্তারিত পোস্টঃ

তারপর

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

ভারতীয় চ্যানাল সম্প্রচারন করা হবে না আর ভালো খুব খুশির একটা ব্যাপার। কিন্তু তারপর। যাদের মতে বাংলা চ্যনালগুলো তে এখন ভালো নাটক হচ্ছে তারা কি একটু দয়া করে বলবেন কোন নাটকটা কুটনামী ছাড়া।



তাও না হয় মানলাম ভালো কিছু নাটক এখনও দেখানো হয় কিন্তু কোনধরনের দর্শকদের জন্য। বয়সভেদে যদি চিন্তা করি নিশ্চয় সবাই একি ধরনের অনুষ্ঠান দেখবে না। সাধারনতও ছোট বাচ্চাদেড় নিয়ে যদি কল্পনা করি কেউ কি স্পষ্ট করে বলতে পারবেন তাদের জন্য কি বানানো হয়?? কি দেখানো হয়??



আবার শহরভেদে চিন্তা করলে নিশ্চয় আপনি আমাকে যাত্রা দেখাতে চাইবেন না। আবার লিন্‌কিন পার্কের মিউজিক ভিডিও গ্রামে চলবে না।



এতদিন যারা এতো কথা বললও আসলে বিদেশি সভ্যতার কারনে আমাদের চলচিত্র ভালো ভাবে ব্যাবসা করতে পারে না। তারা কি আমাকে দয়া করে বলবেন ম্যান অফ স্টিলের সাথে জলিল সাহেবের মোস্ট ওয়েলকাম ২ এর তুলনা করবেন। তাও না হয় তিনি করতেই পারেন। সেদিন কিছু মুভি দেখলাম গ্রামে বসে তামিল মুভির নকল।



না আমি হিন্দি চ্যানালের পক্ষে বলছি না। তাদের চ্যানাল সম্প্রচার হলেও দেখার কিছুই নেই। কিন্তু এখন কি করবেন নির্মাতারা কি দেখাবেন। বিনোদন হিসাবে কি দেখাতে চান। এখনও ইত্যাদি হলে মানুষ ভিড় করে বসে তাই বলব না যে আমার দেশে যা দেখানো হয় তা খারাপ। ভুলে গেলেও চলবে না এই দেশের টিভিতে নাটক দেখে মানুষ রাস্তায় নেমে পড়েছিল কাল্পনিক এক চরিত্রের ফাসি থামাতে। কি করছেন এখনকার নির্মাতারা??? প্রশ্নটা তাদের কাছে.......................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.