![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ সাহেব।
একজন সরকারী উর্ধ্বতন কর্মকর্তা। প্রতিদিন চার ওয়াক্ত নামাজ পড়েন ( ফজরের নামাজ আলসেমির জন্য প্রতিদিনই বাদ যায়।)
আজ কয়েকদিন যাবত এক ক্লায়েন্টকে তার ফাইল নিয়ে যাবার জন্য বারবার ফোন দিচ্ছেন কিন্ত লোকটা আজও আসলোনা। এদিকে ডিসেম্বর মাস চলে এসেছে। সামনে ছোট মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে প্রায় বিশ হাজারেরও বেশী টাকা খরচ হবে। অথচ উপরি কামাই এমাসে এখনো তেমন একটা হয়নি। তাই চিন্তায় আছেন।
আতিক সাহেব। ব্যাংক কর্মকর্তা। সামনে ১৬ ডিসেম্বর স্রৃতিসৌধে ফুল দিতে যাবার জন্য সব কাজ ঠিক করবার দায়িত্ব এবার বস তার উপর ন্যাস্ত করেছে। তিনি ধীরে ধীরে প্ল্যান অনুযায়ী সব কিছু গোছাচ্ছেন। তার পরিচিত এক এলাকার বড় ভাই কয়েকদিন যাবত একটা কাজ করে দেবার কথা বলছে।বলছে, তিনি ১৬০ কোটি টাকা ঋণ নিতে চাইছেন। এখন এমডিকে কি পরিমাণ দিলে তার আবেদন মন্জুর করা হবে। শেষমেশ এমডি স্যারকে ১ কোটি আর নিজের জন্য ২০ লাখ রেখে স্যাকশন success করলো।
সালাহ উদ্দীন সাহেব একজন জর্জ ।
কিছুদিন আগে একজন সচিব তার কোন এক পুরাতন কেসের শুনানীর আগে তাকে ফোন করে বললো, "কেসটা ধামাচাপা দেবার ব্যাবস্থা করেন"।
আমি blank cheque পাঠিয়ে দিচ্ছি, টাকার অন্কটা বসিয়ে নিবেন।
--- --- --- ---
এদের প্রত্যেকেই কিন্ত একেকজন বাংলাদেশী।
মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশকে পাকিস্থান থেকে আলাদা করেছে এদেশের মানুষ ,এখানকার উৎপাদিত চাল খেয়ে, এদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করে, দেশের সাড়ে ষোল কোটি মানুষের সাথে এভাবেই প্রতিনিয়তই বেঈমানী করে যাচ্ছে তারা।
এরাই আবার স্বাধীনতার স্রৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাবে ১৬ ডিসেম্বরে শহীদদের আত্নাকে তাদের মিথ্যার সাক্ষী বানাতে।
দেশপ্রেম মানে কি এই যে, সারা বছর লুটপাট করে ১৬ ই ডিসেম্বর সেই শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ করা,যারা এমন দেশকে দেখবার জন্য কখনোই নিজেদের জীবনকে বাজি রাখেননি।
যাকেই জিজ্ঞেস করা হয় যে,
ভাই, প্রতিটা ক্ষেত্রে এত্ত দূর্নীতি কেন ?
সোজাসাপ্টা উত্তর ( সিস্টেমের দোষ।)
এসব সিস্টেমের দোহাই দিয়ে আর কতদিন???
আপনার কাফনের কাপড় বিক্রেতা তো আপনার জন্য কাপড় হয়তোবা কিনেই ফেলেছেন।
আপনার গোরখোদক হয়তোবা আপনার এলাকার কবরস্থানে এতদিনে নিয়োগ পেয়ে গেছেন।
আপনাকে বহনকারী খাটিয়া তো হয়তোবা এখন বাড়ীর পাশের মসজিদেই আছে।
আপনার আত্নাটাকে কবজ করবার জন হয়তো মালাকুল মউত আপনার কাছে পৌছেও যেতে পারে এখন।
তাহলে ?
তাহলে কবে তওবা করবেন ?
কবে ক্ষমা ভিক্ষা চাইবেন আল্লাহর কাছে ?
--- --- --- ---
ইসলাম বলে,
এসব স্রৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধেনিবেদন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ইত্যাদি করা বৈধ নয়।
আচ্ছা, ভাবুন তো, যদি ১৬ ই ডিসেম্বর ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করতে গিয়ে আপনার আত্নাটাকে টেনে বের করা হয় আপনার দেহ থেকে, তাহলে কি জবাব দেবেন রব্বে কারীমের দরবারে, যিনি আপনাকে তার সাথে শিরক করা, গোনাহের কাজ থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন অথচ আজোও আপনি গাফেল,উদাসীন এক মানব।
কবে নিজেকে একটু সময় দেবার সুযোগ পাবেন??
নিজেকে প্রশ্ন করেনতো যে,
" কিরে, কবে পাবো সেই ফুরসত ? "
মনমানসিকতা বদলান।
সমাজটাই বদলে যাবে।
©somewhere in net ltd.