নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একটা মানুষ, মানুষকে ভালবেসে মানুষের পাশে সুখে দুখে সব সময় থাকতে চাই।

শাওন দুর্জয়

একদিন সব কিছুই হারিয়ে যাবে. আমার কথা লেখাগুলো থেকে যাবে আজীব।

শাওন দুর্জয় › বিস্তারিত পোস্টঃ

দিনশেষে বেহায়া না হতে পারলাম তাহলে ভালোবাসলাম কই

০৬ ই মে, ২০২০ সকাল ৯:৩৮

তোমার কি কিছুটা সময় হবে আমার কিছু কথা ছিল, তোমার মুডটা নষ্ট করার জন্য আগেই সরি বলে নিচ্ছি,

আমি জানি এই পর্যন্ত বুঝে না বুঝে যা করেছি তা সত্যিই কোনো ক্ষমা হয় না, তবুও যদি ক্ষমা করে দাও অনেক ভালো হয়, এতকিছুর পিছনের মানুষটা তো আমি ছিলাম, আমি শুরু করেছি শেষটা আমাকে করতে হবে, মাঝে মাঝে রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলতা্‌ম, আমি জানি এগুলো আমারই দোষ, থাক না আমাকে মনে করিয়ে দিতে হবে না,মেনে নিচ্ছি সময়-অসময় আসলে একটু বেশিই হিংস্র হয়ে গিয়েছিলাম,তারপরও যদি কখনো আমাকে দরকার হয় আমাকে ডাকবে আমি চলে আসবো তোমার কাছে, আমিও তোমার কাছ থেকে এটাই আশা করছি, মনে পড়ে, আমাদের গত তিনটি বছর কত ভালো মুহূর্ত কাটিয়েছি আমরা, কতগুলো বসন্ত কতগুলো বৈশাখ কতইনা ভালো ভালো সময় মুহূর্ত, যেগুলো কাটানোর জন্য মানুষ মরিয়া হয়ে থাকে জীবনের কোনো না কোনো নির্দিষ্ট সময়, এটাও মেনে নিলাম সম্পর্কটা ভাঙ্গার কারণে পুরোটা দোষ আমারই ছিল, শুধু এতোটুকু বলতে চাই আমাদের দুজনের মনে পরস্পরকে নিয়ে যেন ঘৃনা জন্ম না হয়,আমরা একটা সম্পর্কে ছিলাম সে সম্পর্ক থেকেই বলছি, আমার তরফ থেকে তুমি কোনদিনও অপমান কোন কটুক্তি ক্ষতির শিকার, তুমি হবে না, হয়তোবা অন্য পুরুষের সাথে আমাকে গুলিয়ে ফেলতে পারো‌ এটা করোনা, নিজের ডিভোর্সি বউকে এসিড আমি ছুঁড়বো না, পাড়ার ভাড়া করা গুন্ডা দিও তোমাকে উত্ত্যক্ত করাব না, তবে এতোটুকু তোমার কাছে অনুরোধ করবো, তোমার যে কোন বিপদে যেন আমি সবার আগে ডাক পায়, তোমাকে যদি কিছুটা সাহায্য করতে পারি, তবে নিজে কিছুটা শান্তি পাবো, আচ্ছা আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর কি আমার সাথে দেখা করবে যদি আমি বলি, বিশ্বাস করো আমি বলবো না ফিরে চলে আসো আমার জীবনে আবার, তোমার উজ্জ্বল জগত থেকে টেনেহিঁচড়ে অন্ধকারের জগতে আনতে চাইবো না, আমি চাই তোমার উজ্জ্বল জগতে তুমি নতুন করে শুরু করো বিয়ে করে ফেলো, আচ্ছা আমার এই কথাগুলোর কি কখনো রিপ্লাই আসবে, নাকি আসবে না? নাকি সেই কোর্টেই আমাদের কথা হবে, গতদিন ও আমার সাথে ঠিকমত কথা বললে না কোর্টে, তোমার বাবা আর উকিল সেই সুযোগটুকু আমাকে দিলো না, আচ্ছা একটা কথা বলতে পারো এত তাড়াতাড়ি কি আমাদের মধ্যে এত বেশি দূরত্ব চলে এসেছে, কই ঠিক সেদিনও আমি মরে যাওয়ার কথা বললাম তোমাকে, তুমি আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলতে এতই কি সোজা নাকি আমাকে ফেলে চলে যাওয়া, আর আজ সেই আমি কি মরে গেলাম, নাকি বাঁচলাম, আমার খাওয়া-দাওয়া আমার অস্তিত্ব থাকা না থাকার তোমার কোন কিছু আসে যায় না, এতটা বেশি কিভাবে এত জলদি বদলে গেলে,আমি জানি এবার আমাদের ডিভোর্স টা সত্যি সত্যি হয়ে যাবে,তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলব তবুও আমার শেষ চেষ্টা করে যাচ্ছি আমি, তোমাকে ফিরিয়ে আনার জন্য, কারণ তুমি বলেছিলে, যদি দিনশেষে বেহায়া না হতে পারলাম তাহলে ভালোবাসলাম কই, জানি আগের মেসেজ গুলোর মত এটারও কোন রিপ্লাই আসবে না, জেনে ও মেসেজটা তোমাকে পাঠালাম, মনে হচ্ছে এবার আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, তবু শেষ চেষ্টা করতে ক্ষতি কি, তুমিনা প্রাক্তন এর তকমাটা ইচ্ছা করে নিজের গায়ে মেখে নিচ্ছ, যতটা নিজের গায়ে মাখার তার থেকে বেশি মাখিয়ে দিচ্ছো আমার গায়ে, ওই যে সে কথাটা বুকে লোহা এর মতো আটকে আছে,যদি দিনশেষে বেহায়া না হতে পারলাম তাহলে ভালোবাসলাম কই.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক

৩| ২৩ শে জুলাই, ২০২৫ সকাল ৭:৩২

ক্ষআরি বলেছেন: Meme overload meets incremental chaos in https://italianbrainrot-clicker.com. Tap faster than the brainrot spreads—or join it.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.