নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনার শহর থেকে অনেকদুরেযেখানে শুধুই আমি ও আমার দুর্লভ কর্মসেখানে যেতে চাই।

দুর্লভ মশিউর

ভাবতে ভালো লাগে,

দুর্লভ মশিউর › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতা

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

যাপিত জীবনের একে যাওয়া সব ভুল সুখ আমি ভুলিনি,
রংচটা স্বপ্নের সেই ভুল অনুভুতি আজ প্রায় শেষের দিকে।
সবকিছুই আজ কালচক্রের গভীর ব্ল্যাকহোলে বিলীয়মান,
শৈশবের সেই স্মৃতি আজ পৈশাচিক নিয়মে আমাকে গিলে যাচ্ছে।

একটা সহজ সমীকরণ,
কি পেলাম জীবনে?
সবকিছুইতো অসমাপিত,
একটা সময় ছিলো খুব ইচ্ছে করতো আকাশ ছোঁয়ার,
কখনো নিজেকে প্ল্যান এর পাইলট বা কখনো সিন্দাবাদ,
কখনো রঙ্গিন ঘুরি আবার কখনো
প্রজাপতির বেশে নিজেকে কল্পনায় উড়াতাম।

আজ সব যন্ত্রে ঘেরা,
পয়সার চাদরে ঢাকা সব স্বপ্ন,
নিয়ম আজ অনিময়ের পথে হেটে চলে কোন এক অজানা পৃথিবীর দিকে।
ইট কনক্রিটের ঘঠিন দুনিয়াটা আজ বড্ড অসহায়,
চারদিকে সব শহুরে কলহ,
নেই কোথাও এক মুহুর্ত সজীব বাতাস,
নেই আমার শৈশবে দেখা গ্রামের ক্ষেতে লুঙ্গি মালকোচা সেই কৃষক,
খুব ইচ্ছে হয় ফিরে যেতে আমার সহজ শৈশবে,খুব ইচ্ছে হয়.....

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

দুর্লভ মশিউর বলেছেন: সামুতে আমার প্রথম লেখা।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

টুটুল বলেছেন: একটা সময় ছিলো খুব ইচ্ছে করতো আকাশ ছোঁয়ার...

একদম আমার সাথে মিলে গেলো। কিন্তু কিভাবে?

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

দুর্লভ মশিউর বলেছেন: শৈশবগুলো সবার একরমই হয়,

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার প্রথম লেখা দারুণ লিখেছেন।

আসলেই তো শৈশবে ফিরে যেতে ইচ্ছা করে। কিন্তু তা কি পারা যায়।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

দুর্লভ মশিউর বলেছেন: ধন্যবাদ,

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

সুদীপ কুমার বলেছেন: দারুণ লেখা।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

দুর্লভ মশিউর বলেছেন: ধন্যবাদ,অনুপ্রেরণা পেলাম

৬| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন করে লিখতে পারেন।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২১

দুর্লভ মশিউর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.