নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূষ্ট বালকের ব্লগে সবাইকে স্বাগতম....আমার মেইল [email protected]

আমি বিশেষ কোন ব্যক্তি না, আমার সম্পর্কে বলার কিছুই নেই।

দূষ্ট বালক

রাজনীতী করি না, তবে রাজনৈতিক ক্যাচাল ভাল লাগে। আমার মেইল [email protected]

দূষ্ট বালক › বিস্তারিত পোস্টঃ

একটি হারানো বিজ্ঞপ্তি..........খিলক্ষেত থানার ওসিকে খুজে পাওয়া যাচ্ছে না

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬



ঢাকা মহনগরীর খিলক্ষেত থানার ওসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার অসুস্থতার কথা বলে থানা থেকে বের হওয়ার পর আর কোনো হদিস পাওয়া যায়নি তার।



বুধবার মহানগর পুলিশ (সদর) উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার অসুস্থতার ধরন এবং অবস্থান জেনে প্রতিবেদন দিতে গুলশান বিভাগের উপ কমিশনারকে দায়িত্ব দেয়া হয়েছে।



তিনি বলেন, “খিলক্ষেত থানার ওসি শামীম হোসেনের নামে রাজারবাগ পুলিশ হাসপাতালের একজন ডাক্তারের ‘২৮ দিনের সিক রির্পোট’ আমরা পেয়েছি। এটাও তদন্ত করে দেখা হচ্ছে।”



নাম প্রকাশ না করার শর্তে ওই থানারই একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম হোসেনকে তারা খুঁজে পাচ্ছেন না। তার সরকারি মোবাইল থানায় রেখে গেছেন। ব্যক্তিগত মোবাইলও বন্ধ।



বাসায় একাধিকবার লোক পাঠিয়েও কাউকে পাওয়া যায়নি। দরজায় ঝুলছে তালা।



ওই কর্মকর্তা বলেন, “আমরা নিশ্চিত হয়েছি সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে শামীম হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।”



খিলক্ষেত থানার বর্তমানে ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম হোসেন দেশের বাইরে গেছেন কি না তার জানা নেই। তিনি অসুস্থতার কথা বলে থানা থেকে বের হয়েছিলেন।



গত ২০১০ সালের ১৯ অগাস্ট খিলক্ষেত থানার ওসি হিসাবে যোগ দেন শামীম হোসেন



সূত্র বিডিনিউজ২৪ ডট কম

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

বাক স্বাধীনতা বলেছেন: এটাই ছিল?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

দূষ্ট বালক বলেছেন: ওসি এভাবে কাওরে না জানাইয়া অপারে গেল গা ঠিক হইল না এইডা

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

তামিম(বাংলার মানুষ) বলেছেন: পলাইছে নাকি শালায় কোন কারনে!! আমি খিলক্ষেতেই থাকি!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

দূষ্ট বালক বলেছেন: সবে মাত্র শুরু, আর কতজনে যে বৈধ ভাবেই ছুটি-অসুস্থতার কথা বলে ছটকে পইরা যাওয়ার চিন্তায় আছে, পেপারে মাঝে মধ্যে এগো লিস্ট ও দেয়

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: Mankar chipai porche mone hoi.

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

দূষ্ট বালক বলেছেন: হ্যা হ্যা হ্যা......সবে মাত্র শুরু....

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

দূষ্ট বালক বলেছেন: বাক স্বাধীনতা @

নিউজটি বিডিনিউজ থেকে ডায়রেক্ট কপিপেস্ট

সূত্র বিডিনিউজ২৪ ডট কম

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

িফল্ড মার্শাল বলেছেন: ডরে পালাইছে । তয় আম্রিকি অভিবাসন দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যেতে পারে । কি আকাম করছে আল্লাহ মাবুদ জানেন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

দূষ্ট বালক বলেছেন: জানবার মন চায় কি আকাম কইরা গেছে দেশে

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

ঢাকাবাসী বলেছেন: যেই মালগুলি ঘুষ খাইয়া বানাইসে সেগুলি জায়গামত রাখতে গেসে!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

দূষ্ট বালক বলেছেন: কত নিয়ে গেল রে সাথে করে ? কে জানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.