নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূষ্ট বালকের ব্লগে সবাইকে স্বাগতম....আমার মেইল [email protected]

আমি বিশেষ কোন ব্যক্তি না, আমার সম্পর্কে বলার কিছুই নেই।

দূষ্ট বালক

রাজনীতী করি না, তবে রাজনৈতিক ক্যাচাল ভাল লাগে। আমার মেইল [email protected]

দূষ্ট বালক › বিস্তারিত পোস্টঃ

পতাকার কিছু সুন্দর ব্যবহার!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২



নৃত্যরত যুবকের মাথায় জাতীয় পতাকা বাধা। হাতে তার লাঠি, আবার সেই লাঠির মাথায় বাধা আরেকটি জাতীয় পতাকা। কিন্তু যুবক এ কি করছেন? তিনি প্যান্টের জিপার খুলে তার (--) প্রদর্শন করছেন প্রতিপক্ষকে! হাতের লাঠির মাথায় বাধা পতাকাটিও নিন্মমুখী তার!! সেটি পায়ের কাছে লুটাচ্ছে!!!



এটি দেশবিরোধী মারদাঙ্গা চলচ্চিত্রের কোনো দৃশ্য নয়। ছবিটি সম্প্রতি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে তোলা। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগের সবচে জনপ্রিয় সাইট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিস্ময় নিয়ে জাতি দেখেছে লাল-সবুজের পতাকার চরম অবমাননার এ দৃশ্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার হোতা একজন আওয়ামী লীগ সমর্থক। আইনজীবীদের ওপর চড়াও হতে গিয়ে তিনি 'বীরোচিত' এ কাজটি করেছেন।



অন্য আরেকটি ছবিতে দেখা গেছে, এক নারীকে মাটিতে ফেলে জাতীয় পতাকাবাধা লাঠি দিয়ে সাপের মতো পেটাচ্ছেন আওয়ামী লীগেরই কয়েকজন যুবক। ঘটনার পর সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বলেছেন, জাতীয় পতাকার এমন অবমাননা কল্পনা্ও করা যায় না। এর আগে এ দেশে আমাদের লাল-সবুজের এমন অপমান আর কখনো হয়নি।



১৮ দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘিরে জাতীয় পতাকার ব্যবহার বেশ আলোচিত হয়ে উঠেছিলো। বিরোধী দলের কর্মসূচি প্রতিরোধ করতে গিয়ে সরকার সমর্থকরা এমন সব কর্মকাণ্ড করেছে যা জাতিকে চরম লজ্জায় ফেলে দেয়। এর মাঝে কয়েকটি ঘটনায় জাতীয় পতাকার অবমাননার চূড়ান্ত পর্যায়ের কয়েকটি দৃশ্য ধরা পড়ে গণমাধ্যমে। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে মানুষের মাঝে।



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ঘোষণা দিয়ে ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে সবাইকে ঢাকায় জড়ো হতে বলেছিলেন। এরপর পরই এ কর্মসূচিতে ১৮ দলের কর্মীদের হাতে জাতীয় পতাকার অবমাননা হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন। সাধারণ মানুষের পাশাপাশি দেশের অনেক বিশিষ্ট নাগরিকরাও বিভিন্ন আলোচনায় এ শঙ্কা প্রকাশ করেণ।



তবে জাতীয় পতাকা হাতে ১৮ দলের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হতে না পারলেও এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ২৯ ডিসেম্বর সকাল থেকেই রাজধানীতে পতাকা হাতে মাঠে নেমে তারা।



এদেরই একটি গ্রুপ রোববার হাইকোর্ট প্রাঙ্গনে জড়ো হয়ে বিএনপি-জামায়াতের আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। আর এখান থেকেই দুটি দৃশ্য উঠে আসে চরম লজ্জা আর গ্লানী বহন করে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছবিটি ছিলো জাতীয় পতাকা হাতে এক যুবকের (--) প্রদর্শণের দৃশ্য।



*(ছবি যেহেতু আছে, তাই -- শূণ্যস্থানের শব্দটি আর লেখার প্রয়োজন পড়ল না)।

সূত্র পরিবর্তন ডট কম

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

রাফছানজানি বলেছেন: এদের বিচার চাই। এরা জামাতের থেকেও বেশি খারাপ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

দূষ্ট বালক বলেছেন: এদের বিচার করব কে বলুন? যারা বিচার করবে তারাই তো তাদের মাঠে নামিয়েছে....

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

তাজুল_ইসলাম বলেছেন: কিন্তু আশ্রাফ কাকা তো বলেছেন, এরা ছাত্রলীগের কেউ নয়। এটা জামাত শিবিরের কাজ। /:) /:) তাছাড়া ওনাদের দল হলেও ক্ষতি কি, ২-১ টা পিলার টিলার ভাঙলে বা মোটর সাইকেল পুড়লে নেত্রী কিনে দেবে।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

দূষ্ট বালক বলেছেন: এরা ছাত্র শিবির বা বিএনপির হলে জামাতি-বিএনপি আইনজিবিগো দৌড়ানি দিল ক্যাডা?

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

আকাশদেখি বলেছেন: এদের বিচার হবে না... কারণ এটা বিএনপি আর জামাতের কেউ করে নাই..। এরা কিছু করলেই স্বাধীনতা বিরোধী হয়।

এই কাজটা বিএনপি আর জামাতের কেউ করলে এতদিনে মিডিয়া সহ সকল মহলে ঝড় উঠতো..।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

দূষ্ট বালক বলেছেন: আমাদের মিডিয়া গুলো সবই একপেশে

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

মদন বলেছেন: এখানেই কবি নিরব।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

দূষ্ট বালক বলেছেন: মদন বলেছেন: এখানেই কবি নিরব।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

সহজ সরল মানুষ বলেছেন: ছাত্রলীগের সোনার সন্তানেরা বীরদর্পে সুনামের সহিত কত ভালভাবেইনা কার্য সম্পাদন করিতেছে...
কোথায় আজ নারীবাদীদের বড়গলা..তাদের সুরেলা কন্ঠ কি শুধু নারীনগ্নতার পক্ষে সাফাই গাওয়ার জন্য, আওয়ামী চতুষ্পদ পশুদের চাটুকারিতাই মত্ত হয়ে কেন তারা আজ নির্বাক???

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

দূষ্ট বালক বলেছেন:

নারীবাদিরা আজ বড়ই ব্যস্ত আছেন......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.