![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন আমাকে নিয়ে বলব তখন আমার ভাল দিক গুলিই বলব ।
প্রতিটি রাষ্ট্র এবং সমাজ পরিবর্তনের মুল ভূমিকায় থাকে যুবসমাজ। আমি প্রতিটি দেশের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের কথা। হ্যা, অন্য পাঁচটি দেশের মত আমার বাংলাদেশেরও পরিবর্তন আসবে কেবলমাত্র যুবসমাজের কর্মে।
কিন্তু কোথায় আমাদের যুবসমাজ? যে দেশের রাস্তায় বের হলে ফকির আর জ্যাম, ঘরে থাকলে লোডশেডিং, বাজারে গেলে পন্যমুল্যের উর্ধগতি, জোরে কথা বললে গুম, ঘরে ঘরে বেকারত্তের অভিশাপ সেই দেশের যুবসমাজ মেতে থাকে শাহরুখ খানের প্রেম টসটস সিনেমায়।
রাস্তায়, রেস্তরায়, স্কুল-কলেজে, পার্কে বা যানবাহনে যেখানেই বলেন না কেন, কিছু বন্ধু একসাথে আছে ত ওরা আলোচনা করছে, হানিসিং এর পরেন গানটা বা সানি লিওন এর নতুন মুভি অথবা শাহ্রুখ-সালমানের পরবর্তি আকর্ষন নিয়ে।
আর যদি তা না হয় তবে, কোন মেয়েকে টিজ করতেছে। আর নিতান্তই যদি তা না হয় তবে ওরা ডাইল, ৬-ইঞ্চি, সিদ্ধি অথবা হিরো নিয়ে পড়ে আছে।
আমরা কি আশা করতে পারি এই যুবসমাজ থেকে?? কি দিতে পারবে এই যুবসমাজ?? আর কে বা কারা এই মেরুদণ্ডহীন যুবসমাজ তৈরির জন্য কাজ করছে??
আমি যদি বলি সরকার! হ্যা সরকার, আমাদের সরকার-ই দায়ী এই মেরুদণ্ডহীন যুবসমাজের জন্য। কারন যুবসমাজ যদি হানিসিং-শাহ্রুখ কে নিয়ে আলোচনা বাদ দেয় এবং দেশের এই সঙ্কটঘন অবস্থা নিয়ে আলোচনা শুরু করে তবে, সরকারের কপাল পুড়বে।
হ্যালো ভাই, হ্যা আপনাকে বলছি, আসুন একটু দেশ-সমাজ নিয়ে চিন্তা করি, রাস্তায় টিজ না করি, মনে রাখবেন আপনারও হয় মা-বোন আছে। আর যদি বলে থাকেন টিজ-এর জন্য মেয়েরায় দায়ী, ওরা যৌন উত্তেজক পোশাক পরে বাইরে কেন আসে, তার পরেও বলছি, এখানেও আপনার দোষ, কারন আপনিই হয়ত কোন মেয়ের ভাই, পিতা বা গার্ডিয়ান।
দেশ অনেক বড় কিছু আসুন আগে নিজে বদলাই।
- ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ রাত ১১:২৪
ইউনুস আহমেদ কোমল বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন। কিন্তু আসলে আমরা কেউই বদলাতে পারলাম না!