![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগরিক সমাজে গালাগালি একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ পরিস্থিতি না বুঝে যাচ্ছেতাই বলে বেড়ানো কারো জন্য মাল্টিটাস্কের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে গেছে। জ্ঞানীরা বলেন, অভদ্র লোকের সর্বশেষ অস্ত্র হলো গালমন্দ করা। কথায় পেরে না উঠলে কখনো মারমুখীও হয়।
সভ্য মানুষ অন্যকে গালি দেয় না। অশ্রাব্য ভাষায় কারো সঙ্গে কথা বলে না। ক্রোধে অগ্নিশর্মা হলেও মার্জিত শব্দ ব্যবহার করে। ভদ্র ও সংযতভাবে শোকজ করে। কিন্তু কিছু মানুষ রাগের অতিশয্যে হুঁশ-জ্ঞান হারিয়ে ফেলে। অন্যকে অশ্লীল ও শ্রুতিকটূ বাক্যবাণে নাজেহাল করে। গাল-মন্দ করে ভাবমূর্তি নষ্ট করে।
ইসলামে অন্যকে গালি দেয়া সম্পূর্ণ হারাম। যেকোনো কারণেই হোক, কাউকে গালি দেয়ার অনুমতি নেই। হাসি-কৌতুক ও ঠাট্টাচ্ছলেও অন্যকে গালি দেয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। [সুরা আহযাব, আয়াত: ৫৮]
যার মধ্যে চারটি অভ্যাস আছে তাকে হাদিসে মুনাফিক বলা হয়েছে। এগুলোর কোনো একটি পাওয়া গেলেও সে মুনাফিক হিসেবে ধর্তব্য হবে। হাদিসের আলোকে সেগুলো হলো, ‘যখন তাকে বিশ্বাস করা হয়, সে বিশ্বাস ভঙ্গ করে। কথা বললে, মিথ্যা বলে। অঙ্গিকার করলে ভঙ্গ করে এবং বিবাদ-বিতর্কে উপনীত হলে অন্যায় পথ অবলম্বন করে। [বুখারি, মুসলিম]
অন্য হাদিসে আছে, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী ও গালিগালাজকারী হয় না। [তিরমিজি]
আরেক হাদিসে রাসুল সা. বলেন, ‘মুসলিমকে গালি দেওয়া ফাসেকি [আল্লাহর অবাধ্যাচরণ] এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি।’ [বুখারি, তিরমিজি]
অন্য এক হাদিসে আছে, ‘কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের বাবা-মা’কে অভিশাপ করা।’ জিজ্ঞেস করা হল, আল্লাহর রাসুল! মানুষ নিজের বাবা-মা’কে কিভাবে অভিশাপ করে?’ তিনি বললেন, ‘যখন সে অন্যের বাবাকে গালি-গালাজ করে, তখন সে নিজের বাবাকেও গালি-গালাজ করে থাকে। আর সে অন্যের মা-কে গালি দেয়, বিনিময়ে সে তার মা-কেও গালি দেয়।’ [বুখারি, তিরমিজি]
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত হাদিসে রাসুল সা. বলেন, ‘যে ব্যক্তি তার (কোনো মুসলিম) ভাইয়ের সম্মান নষ্ট করেছে অথবা কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেনো আজই (দুনিয়াতে) তার কাছে (ক্ষমা চেয়ে) হালাল করে নেয়-ওইদিন আসার আগে, যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না। তার যদি কোনো নেক আমল থাকে, তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার কোনো নেকি না থেকে, তবে তার সঙ্গীর পাপরাশি তার (জালেমের) ওপর চাপিয়ে দেওয়া হবে।’ [বুখারি, মুসনাদ আহমাদ]
আল্লাহ আমাদের গালমন্দ ও অশ্লীল বাক্য বলা থেকে হেফাজত করুন। মার্জিত ও শ্রুতিমধুর শব্দ ব্যবহারের তাওফিক দান করুন। আমিন
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩০
ইবাদ বিন সিদ্দিক বলেছেন: জোর করে নিজের উপর নিয়ে নিলেতো মুশকিল। আমি আমার ধর্মের কথা বলেছি। আপনি আপনার ধর্মের কথা বলুন।
২| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনি গালি দেন?
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩২
ইবাদ বিন সিদ্দিক বলেছেন: কী মনে হয়?
৩| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৬
সোনাগাজী বলেছেন:
মনে হয়, আপনি গালি দেন!
১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০০
ইবাদ বিন সিদ্দিক বলেছেন: আমি গালি দেই না, তাই দিলাম না। ভালো থাকুন।
৪| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: আমি গালি দেই। প্রচুর গালি দেই। গালি দিতে আমার ভালো লাগে। তবে আমি মনে মনে গালি দেই। অতি কুৎসিত গালি দেই। যদি কোনো ভদ্র মানুষ আমার গালি শুনে, তাহলে অজ্ঞান হয়ে যাবে।
৫| ১৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:১৯
সোবুজ বলেছেন: গালি সবাই দিতেন
গ্রন্থের নামঃ সহীহ মুসলিম (ইফাঃ)
হাদিস নম্বরঃ (3098)
অধ্যায়ঃ ১৬/ হাজ্জ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
পরিচ্ছদঃ ৬৪. বিদায়ী তাওয়াফ বাধ্যতামুলক কিন্তু ঋতুমতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য
৩০৯৮। মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশশার ও উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) … হাকাম ইবরাহীম থেকে, তিনি আসওয়াদ থেকে এবং তিনি আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়্যাকে তাঁর তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেনঃ বন্ধ্যা, নেড়ি! তুমি আমাদের (এখানে) আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেনঃ তুমি কি কুরবানীর দিন (বায়তুল্লাহ) যিয়ারত করেছ? তিনি বললেন, হ্যাঁ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে রওনা হও।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
৬| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০
শার্দূল ২২ বলেছেন: আমি কারো প্রতি প্রচন্ড রেগে গেলে মনে মনে গালি চর্চা করি কিন্তু গালি দিতে গেলে ভুলে যাই অথবা লজ্জাও পাই,এভাবে এই জীবনে কাউকে গালি দেয়া হয়নি, তবে যারা যেই অজুহাতেই গালি দিকনা কেন তারা ভালো মানুষ না।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৭
সোনাগাজী বলেছেন:
খৃষ্টান, হিন্দু, শিখেরা মানুষকে গালি দেয়, ভয়ানক ব্যাপার।